IQNA

দুবাইয়ে নারীদের জন্য আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার দ্বিতীয় দিন

23:49 - November 05, 2018
সংবাদ: 2607129
আন্তর্জাতিক ডেস্ক: দুবাইয়ে নারীদের জন্য আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন।

দুবাইয়ে নারীদের জন্য আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার দ্বিতীয় দিনবার্তা সংস্থা ইকনা: আজকে নারীদের জন্য আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন।
এসকল প্রতিযোগী কঙ্গো, মৌরিতানিয়া, ইথিওপিয়া, বাহরাইন, মালয়েশিয়া, কমোরোস এবং সিয়েরা লিওন দেশের।
এছাড়াও আজকের প্রতিযোগিতায় বিচারকার্য সম্পন্ন করেছেন, সালেম আয-যাহযানী, আব্দুল ফাত্তাহ আত-তারুতী, মুহাম্মাদ ফাহাদ, শেইখ আলী আলে আলী, শেইখ সাদিক আব্দুল্লাহ এবং শেইখ তাহের ইদ্রিস।
উল্লেখ্য, উক্ত কুরআন প্রতিযোগিতা "শেইখা ফাতেমা বিনতে মুবারাকা" শিরোনামে অনুষ্ঠিত হচ্ছে। ৪র্থ নভেম্বর প্রতিযোগিতার সূচনা হয় এবং একাধারে ১৬ই নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি হিসেবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন "জাহরা খালিলি ছামারিন"।
iqna

 

captcha