IQNA

দুবাইয়ে নারীদের জন্য আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু + ছবি

23:49 - November 04, 2018
সংবাদ: 2607116
আন্তর্জাতিক ডেস্ক: দুবাইয়ে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রধান "ইব্রাহীম মুহাম্মাদ বুমালহা" আজকে এক বিবৃতিতে নারীদের জন্য আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু হওয়ার খবর জানিয়েছেন।

দুবাই নারীদের জন্য আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু + ছবিবার্তা সংস্থা ইকনা: দুবাইয়ের সংস্কৃতি অ্যাম্ফিথিয়েটারে ৪র্থ নভেম্বর নারীদের জন্য তৃতীয় বর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন বিচারক কমিটির সদস্য "আব্দুল ফাত্তাহ আত-তারুতী"।
নারীদের জন্য তৃতীয় বর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার প্রথম দিন কুরআন তিলাওয়াত করেন ক্যামেরুন, ইরাক, সৌদি আরব, ফিলিপাইন, বেলজিয়াম এবং দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিগণ।
উক্ত কুরআন প্রতিযোগিতা "শেইখা ফাতেমা বিনতে মুবারাকা" শিরোনামে অনুষ্ঠিত হচ্ছে। ৪র্থ নভেম্বর প্রতিযোগিতার সূচনা হয় এবং একাধারে ১৬ই নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
iqna

দুবাই নারীদের জন্য আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু + ছবিদুবাই নারীদের জন্য আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু + ছবিদুবাই নারীদের জন্য আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু + ছবি

 

captcha