IQNA

ইসরাইলে অস্ত্র বিক্রি বন্ধের প্রস্তাব পাস, পক্ষে ভোট বাংলাদেশের

22:40 - April 05, 2024
সংবাদ: 3475297
ইকনা: গাজা যুদ্ধে মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধের লক্ষ্যে ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়ে জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদে প্রস্তাব পাস হয়েছে।

শুক্রবার (৫ মার্চ) পাস হওয়া এই প্রস্তাবে সম্ভাব্য যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলকে বিচারের আওতায় নিয়ে আসার আহ্বানও জানানো হয়েছে।


পাকিস্তান ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদে প্রস্তাবটি তুলেছিল। পরিষদের ৪৭ সদস্যদেশের মধ্যে বাংলাদেশসহ ২৮টি দেশ পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র, জার্মানিসহ ছয়টি দেশ। আর ভারত, ফ্রান্সসহ ১৩টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল।

উল্লেখ্য, ইসরাইলে বাহিনী প্রায় ছয় মাস ধরে গাজায় হামলা চালাচ্ছে। নির্বিচার এ হামলায় ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রস্তাব পাসের মধ্য দিয়ে গাজায় ইসরাইলি হামলা নিয়ে এবারই প্রথম কোনো আনুষ্ঠানিক অবস্থান নিলো মানবাধিকারবিষয়ক জাতিসঙ্ঘের সর্বোচ্চ পর্ষদ।

সূত্র : এপি

captcha