IQNA

ইসলামে খুমস/২

অর্থনীতি এবং নীতিশাস্ত্রের সংমিশ্রণ

14:30 - October 20, 2023
সংবাদ: 3474534
তেহরান (ইকনা): ইসলামের একটি সুবিধা হল এর অর্থনীতি যেমন নীতি-নৈতিকতা ও আবেগের সাথে মিশ্রিত, তেমনি এর রাজনীতি ও ধর্ম একত্রে মিশ্রিত। যদিও জুমার নামাজ একটি ইবাদত, এটি একটি রাজনৈতিক কৌশলও বটে। এমনকি জিহাদেও ইসলাম মানসিক, নৈতিক, সামাজিক ও রাজনৈতিক বিষয়ে গভীর মনোযোগ দেয়। ইসলামী ব্যবস্থায় জনগণের সাথে ঐশী নেতার সম্পর্ক হলো সালাওয়াত ও দুরুদের সম্পর্ক। তিনি লোকদেরকে তাদের নবীর প্রতি সালাম পাঠাতে নির্দেশ দেন: 

ইসলামের একটি সুবিধা হল এর অর্থনীতি যেমন নীতি-নৈতিকতা ও আবেগের সাথে মিশ্রিত, তেমনি এর রাজনীতি ও ধর্ম একত্রে মিশ্রিত। যদিও জুমার নামাজ একটি ইবাদত, এটি একটি রাজনৈতিক কৌশলও বটে। এমনকি জিহাদেও ইসলাম মানসিক, নৈতিক, সামাজিক ও রাজনৈতিক বিষয়ে গভীর মনোযোগ দেয়। ইসলামী ব্যবস্থায় জনগণের সাথে ঐশী নেতার সম্পর্ক হলো সালাওয়াত ও দুরুদের সম্পর্ক। তিনি লোকদেরকে তাদের নবীর প্রতি সালাম পাঠাতে নির্দেশ দেন: 


«یا ایّها الّذین آمنوا صلّوا علیه و سلّموا تسلیماً»

হে বিশ্বাসিগণ! তোমরাও তাঁর প্রতি দরূদ প্রেরণ করতে থাক এবং যথাযথভাবে সালাম করতে থাক।
সূরা আহযাত, আয়াত: ৫৬
এবং তিনি জাকাত প্রদানকারীদের প্রতি দরূদ ও সালাম প্রেরণের জন্য নবীকে আদেশ করেন:


خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا وَصَلِّ عَلَيْهِمْ ۖ 

(হে রাসূল!) তুমি তাদের সম্পদের যাকাত গ্রহণ কর এবং এর মাধ্যমে তাদের পবিত্র কর এবং তাদের জন্য দোয়া কর।
সূরা তওবা, আয়াত: ১০৩
ইসলামে ঈদ নামে এমন কিছু দিন রয়েছে যেগুলোতে খুশি ও অভিনন্দন জানানোর পাশাপাশি ঈদুল আযহায় কুরবানীর গোশত বিতরণের মাধ্যমে বঞ্চিতদের কাছে তাদের অধিকার পৌঁছানো হয় এবং ঈদুল ফিতরে যাকাতুল ফিতরের মাধ্যমে ক্ষুধার্তদের খাওয়ানো জরুরি। ইসলামের ব্যাপকতা এমন যে, এমনকি খাওয়া-দাওয়াও উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে; " كلوا" বাক্যটির সাথে যা খাওয়ার আদেশ দেওয়া হয়েছে, তার পাশাপাশি বলা হয়েছে:


: «كلوا...و لاتسرفوا»

খাও ও পান কর। (কিন্তু) অপচয় কর না।
সূরা আ’রাফ, আয়াত: ৩১
পবিত্র কুরআনের এক স্থানে বলা হয়েছে: 


«كلوا... و اشكروا»

(সাগ্রহে) ভক্ষণ কর এবং আল্লাহর প্রতিই কৃতজ্ঞতা প্রকাশ কর।
সূরা বাকারা, আয়াত: ১৮২
অপর স্থানে বলা হয়েছে: 

«كلوا.... و لاتطغوا فیه»


(এবং বলেছিলাম) আমরা পবিত্র জীবিকা থেকে তোমাদের যা প্রদান করেছি তা থেকে তোমরা আহার কর এবং এতে ঔদ্ধত্য ও বাড়াবাড়ি কর না।
সূরা তাহা, আয়াত: ৮১
অন্যত্র বলা হয়েছে: 


«كلوا... و آتوا حقّه»

খাও এবং তা তোলার দিনে তার প্রাপ্য আদায় কর
সূরা আনয়াম, আয়াত: ১৪১
এমনকি যে পরিমাণে তিনি মৌমাছিকে ফুলের রস চুষতে অনুপ্রাণিত করেন, মধু তৈরির নির্দেশ দেন, তাই ইসলাম খাওয়া-দাওয়া ও ঘুমানোর ধর্ম নয়, বরং খাওয়া-দাওয়া করা এবং সৎকাজ করা এবং বিদ্রোহী ও বাড়াবাড়ি না করা, সবগুলোকে একত্রে বিবেচনা করা হয়। কোন মকতবে এই ব্যাপকতার দিকে মনোযোগ দেওয়া হয়েছে?
ইসলামও খুমস ও যাকাত আদায় করে, তবে এই বইটিতে আপনি এমন কিছু বিষয় এবং সূক্ষ্মতা দেখতে পাবেন যা দেখায় যে ইসলামি করের হিসাব বিশ্বের সকল প্রকার করের হিসাব থেকে আলাদা, এবং এর আইন মানুষের চিন্তা দ্বারা বোনা এবং তৈরি করা হয়। ইসলামী আইনে সব দিক বিবেচনা করে গৃহিত হয়েছে;


  • কোন ধরণের সম্পদ থেকে খুমস ও যাকাত দিতে হবে?
    কি পরিমান সম্পদ থাকলে খুমস ও যাকাত প্রদান করতে হবে?
    কিভাবে খুমস ও যাকাত প্রদান করতে হবে এবং কিভাবে পরিশোধ করতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে?
    কার কাছে সম্পত্তির হিসাব করতে হবে, গ্রহীতা না পরিশোধকারী?
    কোন উদ্দেশ্যের সাথে প্রদানকারীর অর্থ প্রদান করা উচিত এবং প্রাপকের কী বৈশিষ্ট্য থাকা উচিত?
    কিভাবে মানুষকে খুমস ও যাকাত প্রদানে আগ্রহী করা যায়?
    এসকল প্রশ্ন সহকারে অন্যন প্রশ্নের কথা বিবেচনা করে এবং তার উত্তর প্রদান করে ইসলাম ধর্মে খুমস ও জাকার বিষয়টি নির্ধারণ করা হয়েছে।
ট্যাগ্সসমূহ: ইসলাম ، জাকাত ، খুমস ، ইকনা ، ধর্ম ، সম্পদ
captcha