IQNA

কুরআনের আয়াতে মানবতার প্রতি সম্মান

10:28 - October 16, 2022
সংবাদ: 3472655
তেহরান (ইকনা): পবিত্র কুরআনে এমন অনেক আয়াত রয়েছে সেখানে বিভিন্ন নৈতিক ও আর্থিক দিক থেকে মানুষকে সম্মান দেওয়ার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।
পবিত্র কুরআনে মানুষের প্রতি সম্মানের বিষয়টি মানুষের মর্যাদার নীতির উপর ওহীর কালামের দর্শনের মূলে অনুসন্ধান করা উচিত। সূরা বনি ইসরাইলের ৭০ নম্বর আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছন:  وَلَقَدْ كَرَّمْنَا بَنِی آدَمَ নিঃসন্দেহে আমরা আদম-সন্তানদের সম্মানিত করেছি। এই আয়াতে, মানুষকে কেবল মানুষ হওয়ার মাধ্যমে মর্যাদা ও মূল্যের সাথে উপস্থাপন করা হয়েছে, যা এমন একটি বিষয় যেটা বিবেচনা করা এবং প্রতিফলিত করা যেতে পারে।
কিন্তু দুর্ভাগ্যবশত, কখনো কখনো আমরা ধর্ম ও ধর্মের পার্থক্যের অজুহাতে মানুষের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করি, অথচ কুরআনের আয়াতগুলো মানুষকে এভাবে দেখে না।
আমরা যখন মানবতার নীতিকে সম্মান করি, তখন আমরা নিঃসন্দেহে তার পবিত্রতা রক্ষা করব। কুরআনেও মানুষের পবিত্রতার অনেক উদাহরণ উল্লেখ করা হয়েছে।
উদাহরণস্বরূপ, সূরা আল-হুজরাত-এ অন্য মানুষের ব্যাপারে গুপ্তচরবৃত্তি নিষিদ্ধ করা হয়েছে; অন্যের অনুপস্থিতি সমালোচনা করা অর্থাৎ সমালোচনা করা এবং লোকদের নিয়ে ঠাট্টা করা নিষিদ্ধ করা হয়েছে। যা মানুষের সম্মানের সাথে সম্পর্কিত, সেগুলো না করার কথা বলা হয়েছে। 
যখন আমরা বলি যে পবিত্র কুরআন এবং ধর্মের দৃষ্টিভঙ্গি মানুষকে বিশ্বাসের সাথে একে অপরের ভাই ও বোনের সাথে পরিচয় করিয়ে দেয়, তখন এর অর্থ হল যে ভাই ও বোনেরা একে অপরের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে সম্মানের সাথে আবদ্ধ তা অবশ্যই ঈমানী অর্থাৎ বিশ্বাসী সম্প্রদায়ের মধ্যেও প্রকাশ পাবে। 
পবিত্র কুরআনে স্পষ্টভাবে বিশ্বাসীদের গোপনীয়তা এবং তাদের পবিত্রতা রক্ষা করার কথা বলা হয়েছে। এ ব্যাপারে সূরা আহযাবের ৫৮ নম্বর আয়াতে বলে:
وَالَّذِینَ یُؤْذُونَ الْمُؤْمِنِینَ وَالْمُؤْمِنَاتِ بِغَیْرِ مَا اكْتَسَبُوا فَقَدِ احْتَمَلُوا بُهْتَانًا وَإِثْمًا مُبِینًا
এবং যারা বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদের থেকে (কষ্টদায়ক) কোন কিছু না পাওয়া সত্ত্বেও নিগ্রহ করে নিঃসন্দেহে তারা এক মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে।
অবশ্যই, মানুষের পবিত্রতা শুধুমাত্র নৈতিক বিষয়গুলির সাথে সম্পর্কিত বিষয়গুলিতে সীমাবদ্ধ নয়, তবে মানুষের সম্পত্তির পবিত্রতার ক্ষেত্রেও পবিত্র কুরআনে এতিমের সম্পত্তি ভক্ষণ নিষিদ্ধ প্রসঙ্গে পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে যে এটি বিশ্বাসীদের সম্পত্তির গোপনীয়তার সাথে সম্পর্কিত।
* ইকনার সাথে এক সাক্ষাৎকারে হাফেজ এবং আহলে সুন্নতের আলেম ইউসুফ সালারি
 
captcha