IQNA

তেহরানে শুক্রবারের খতিব:

সাম্প্রতিক সহিংসতার উদ্দেশ্য হিজাব নয়; বরং শত্রুরা জাতীয় ঐক্য বিনষ্ট করতে চাচ্ছে

8:42 - October 15, 2022
সংবাদ: 3472651
তেহরান (ইকনা): তেহরানে অনুষ্ঠিত জুমার নামাজের দ্বিতীয় খুতবায় হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আবু তোরাবিফার্দ সাম্প্রতিক ঘটনাবলীর দিকে ইঙ্গিত করে বলেন: গোয়েন্দা সংস্থার তাত্ত্বিক কক্ষ এবং পেন্টাগন এই স্তম্ভগুলি এবং জাতীয় ঐক্যের মূল উপাদানগুলিকে টার্গেট করেছে। শত্রুদের সমস্যা হিজাবের সমস্যা নয়, বরং তাদের সমস্যা আমাদের জাতীয় সংহতি ও ঐক্যকেনিয়ে। শত্রুরা সর্বদা চায় সমাজ ব্যবস্থার পতন ঘটাতে।
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ মুহাম্মদ হাসান তোরাবিফার্দ ১৪ই অক্টোবর, তেহরানে জুমার নামাজের প্রথম খুতবায় মহানবী হযরত মুহাম্মাদ (সা.) ও ইমাম জাফর সাদিক (আ.)-এর শুভ জন্মদিন উপলক্ষে সকল মুসল্লিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
 
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ বলেছেন, ইরানি জনগণের ঐক্য ও সংহতি বিনষ্ট করতেই দেশের শত্রুরা সম্প্রতি সহিংসতা চালিয়েছে।
 
তিনি আরও বলেন, ইরানিদের ধর্ম, সংস্কৃতি ও পরিচিতির সঙ্গে সংহতি মিশে আছে। কিন্তু মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের গোয়েন্দা বিভাগগুলো এই ঐক্য ও সংহতিকে নিশানা করেছে।
 
সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্যের ঘটনার কারণে ইরানিরা অতীতের চেয়ে আরও বেশি সতর্ক হওয়ার সুযোগ পাবে বলে তিনি মন্তব্য করেন।
 
হাসান আবু তোরাবিফার্দ আরও বলেন- ইসলামের শত্রুদের এটা জেনে রাখা উচিত যে, ইরানের রাজনৈতিক অবস্থান আরও জোরদারের পথ আগের চেয়ে আরও মসৃণ হয়েছে।
 
কয়েক সপ্তাহ আগে ইরানের নারী পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করার পর বিদেশি শত্রুদের মদদে একদল বিভ্রান্ত মানুষ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা শুরু করে। এর ফলে মানুষ নানা সমস্যায় পড়েছে।  4091758

 

captcha