IQNA

জুমা নামাজের খতিব;

নারীদের প্রতি ইসলামী বিপ্লবের সেবা ইতিহাসে নজিরবিহীন

20:22 - July 15, 2022
সংবাদ: 3472131
তেহরান (ইকনা): তেহরানে জুমার নামাজের দ্বিতীয় খুতবায় হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি হিজাবের গুরুত্ব উল্লেখ করে বলেন: হিজাব নারীদের যে সেবা দিয়েছে তা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। এছাড়াও, ইসলামী বিপ্লব নারীদের যে সেবা প্রদান করেছে তা ইরানের ইতিহাসে নজিরবিহীন।
নারীদের প্রতি ইসলামী বিপ্লবের সেবা ইতিহাসে নজিরবিহীন১৫ই জুলাই, জুমার নামাজের প্রথম খুতবায় তিনি মুসল্লিদেরকে ঐশ্বরিক তাকওয়া গ্রহণের আমন্ত্রণ জানিয়ে বলেছেন: তাকওয়া ইহকাল ও পরকালের সমর্থন। সর্বশক্তিমান আল্লাহ ধার্মিক ব্যক্তিদের সামাজিক ও ব্যক্তিগত দিক থেকে রহমত ও আশীর্বাদের পাশাপাশি পরকালের সুসংবাদের প্রতিশ্রুতি দিয়েছেন।
 
ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, গাদির খুমের ঘটনা মানব ইতিহাসের এক ব্যতিক্রমধর্মী ঘটনা। আল্লাহতায়ালা আর কোনো ঘটনাকে এত বেশি গুরুত্ব দেননি।
 
গাদিরে খুম দিবসকে সামনে রেখে এ প্রসঙ্গে বক্তব্য রাখেন জুমা নামাজের খতিব।
 
রাসূলে খোদা (সা.) দশম হিজরির ১৮ জিলহজ্ব গাদিরে খুম নামক স্থানে আলী (আ.)-কে তার স্থলাভিষিক্ত হিসেবে ঘোষণা দেন। তখন থেকেই ১৮ই জিলহজ্ব পবিত্র গাদির দিবস হিসেবে পরিচিত।
 
জুমার নামাজের খতিব আরও বলেন, গাদিরে খুমের ঘটনা হচ্ছে মুসলিম উম্মাহর রোড ম্যাপ। এটি ভবিষ্যতের দিক-নির্দেশনা।
 
এ সময় তিনি তাকওয়া এবং হিজাবের ওপর গুরুত্বারোপ করেন।
 
হিজাব বা ইসলামি শালীন পোশাক সম্পর্কে তিনি বলেন, হিজাব হচ্ছে নারীদের জন্য সম্মান ও মর্যাদা নিশ্চিত করে। এটি একটি মূল্যবোধ। তিনি বলেন, ইসলামি শালীন পোশাক পরেই ইরানি নারাীরা অনেক সাফল্য অর্জন করেছে। তারা আজ গোটা বিশ্বের গর্ব।
 
হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি আরও বলেন, হিজাব কখনোই নারীকে একঘরে করে না। হিজাব পরার মাধ্যমে নারীরা ইসলামের সৌন্দর্য তুলে ধরে। এটা নিজেই ইসলামের পক্ষে একটা প্রচার।
captcha