IQNA

ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে দুই ইসরাইলি নিহত

20:44 - March 28, 2022
সংবাদ: 3471626
তেহরান (ইকনা): অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরাঞ্চলে সন্দেহভাজন বন্দুকধারীদের গুলিতে দুই ইসরাইলি নিহত হয়েছে। পরে ইসরাইলি পুলিশ কর্মকর্তারা সন্দেহভাজন ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলি করে হত্যা করে।
গতকাল (রোববার) ইসরাইল অধিকৃত হাজেরা শহরে এই ঘটনা ঘটে। ইসরাইলের পুলিশ বলছে, পার্শ্ববর্তী উম্মুল ফাহম শহর থেকে বন্দুকধারীরা হাজেরা শহরে গিয়ে হত্যাকাণ্ড চালায়। পার্সটুডে
 
ইসরাইলের কান টিভি জানিয়েছে, বন্দুকধারী ফিলিস্তিনিরা যাদেরকে হত্যা করেছে তারা ইসরাইলের পুলিশ কর্মকর্তা। বন্দুকধারীদের গুলিতে ইসরাইলের আরো তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে।
 
ইসরাইলের টেলিভিশনে নজরদারি ক্যামেরার ফুটেজ প্রকাশ করা হয়েছে যাতে দেখা যায়, দুই বন্দুকধারী ফিলিস্তিনি হাজেরা শহরের প্রধান সড়কে দাঁড়িয়ে ইসরাইলিদের ওপর গুলি চালাচ্ছে।
 
এই হামলার জন্য ফিলিস্তিনের কোনো ব্যক্তি বা সংগঠন এখন পর্যন্ত দায়িত্ব স্বীকার করে নি।
 
গত মঙ্গলবার ইসরাইল অধিকৃত বীরসেবা শহরে অবৈধ বসতি স্থাপনকারী এক ইহুদির ওপর হামলা চালানোর অভিযোগে এক তরুণ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইলের পুলিশ। ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, চার ইসরাইলিকে হত্যার জন্য পুলিশ তাকে গুলি করে হত্যা করে। iqna
 
captcha