IQNA

গোলা নিক্ষেপের অভিযোগ

অক্ষত আছে ইউক্রেনের সুলতান সুলায়মান মসজিদ

14:37 - March 13, 2022
সংবাদ: 3471558
তেহরান (ইকনা): দক্ষিণ ইউক্রেনের বন্দরনগরী মারিউপলের একটি মসজিদে রাশিয়ান বাহিনী গোলা নিক্ষেপ করেছে বলে যে অভিযোগ উঠেছিল তা নাকচ করেছে মসজিদের দায়িত্বশীলরা।

তারা বলছে, রুশ বাহিনী শহরটি ঘিরে ফেলেছে এবং শহরে গোলা নিক্ষেপ করছে, তবে আমাদের মসজিদ এখনো নিরাপদ আছে। তুর্কি গণমাধ্যম আনাদুলু এজেন্সিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে। মসজিদ পরিচালনা কমিটির প্রধান হাচিওগলু আনাদুলুকে বলেন, মসজিদ থেকে দুই কিলোমিটার দূরে সংঘাত চলছে।
 
 
গত শুক্রবার মসজিদ থেকে সাত শ মিটার দূরে একটি রকেট বিস্ফোরিত হয়।
এর আগে গত শনিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী মসজিদের গোলা নিক্ষেপের অভিযোগ করেন। মন্ত্রণালয়ের এক টুইটে বলা হয়, তুর্কি নাগরিকরাসহ আশ্রয়প্রার্থীরা যখন মসজিদে আশ্রয় নিচ্ছিল তখন তাতে বোমা নিক্ষেপ করা হয়। খবর আল জাজিরার।
 
তিনি বলেন, মারিউপলে অবস্থিত ‘দ্য মস্ক অব সুলতান সুলায়মান দ্য ম্যাগনিফিসেন্ট এবং হিজ ওয়াইফ রোক্সলানা’তে রুশ অনুপ্রবেশকারীরা গোলা নিক্ষেপ করেছিল। তুর্কি নাগরিকরাসহ ৮০ জনের অধিক শিশু ও প্রাপ্ত বয়স্ক আশ্রয়ের জন্য অবস্থান করছিল। এই ঘটনায় কেউ নিহত বা আহত হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে রাশিয়া কোনো ধরনের সাধারণ মানুষকে লক্ষ্যে পরিণত করার কথা অস্বীকার করেছে।
 
সূত্র : আলজাজিরা ও আনাদুলু এজেন্সি
captcha