IQNA

আবারও নাইজেরিয়ায় ৭৩ শিক্ষার্থীকে অপহরণ

16:19 - September 03, 2021
সংবাদ: 3470601
তেহরান ইকনা: নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি স্কুল থেকে বন্দুকধারীরা ৭৩ শিক্ষার্থীকে অপহরণ করেছে। গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ। ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের অপহরণের ঘটনা ঘটছে দেশটিতে।

জামফারা রাজ্য পুলিশের মুখপাত্র মোহাম্মদ শিহু এক বিবৃতিতে জানিয়েছেন, কায়া গ্রামের একটি সরকারি স্কুলে হামলা চালায় বন্দুকধারীরা। এ সময় তারা অস্ত্রের মুখে ভয় দেখিয়ে অপহরণ করে শিক্ষার্থীদের। তিনি আরো জানান, পুলিশের একটি দল সামরিক বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের উদ্ধারে কাজ করছে।

নাইজেরিয়ার উত্তরাঞ্চল থেকে গত ডিসেম্বর পর্যন্ত এক হাজারের বেশি শিক্ষার্থী অপহৃত হয়। বন্দুকধারীরা তাদের বাবা-মার কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণও দাবি করে। অনেককে মুক্তি দিলেও কিছু শিক্ষার্থী নিহত হয় তাদের হাতে। গত ডিসেম্বরের পর থেকে দেশটিতে এ পর্যন্ত ১০বার ওই অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে এ রকম অপহরণের ঘটনা ঘটেছে।

সম্প্রতি নাইজেরিয়ার উত্তরাঞ্চলের জামফারাসহ বিভিন্ন রাজ্যসরকার গণ-অপহরণ এবং অন্যান্য সহিংস অপরাধ বন্ধের প্রয়াসে বাসিন্দাদের ওপর ধারাবাহিক নিষেধাজ্ঞা আরোপ করার পরও এ অপহরণের ঘটনা ঘটল।
সূত্র : আলজাজিরা

captcha