IQNA

নাইজেরিয়ার একটি মাদ্রাসা থেকে কয়েক ডজন শিক্ষার্থী অপহরণ

20:07 - May 31, 2021
সংবাদ: 2612883
তেহরান (ইকনা): আবারো অপহরণের ঘটনা ঘটল নাইজেরিয়ায়। এবার একটি স্কুল থেকে ২০০ শিশুকে অপহরণ করেছে বন্দুকধারীরা।

স্থানীয় সময় গতকাল রোববার এ ঘটনা ঘটে। স্থানীয় সরকার টুইটে জানিয়েছে, ঠিক কতটি শিশুকে অপহরণ করা হয়েছে, সে ব্যাপারে তারা নিশ্চিত নয়।

ইসলামী বিজ্ঞান মাদ্রাসার একজন শিক্ষক বলেছেন, বিদ্যালয়ের প্রায় দেড়শ শিক্ষার্থী নিখোঁজ হয়ে গিয়েছে, তবে কিছু রিপোর্টে অপহৃত শিক্ষার্থীর সংখ্যা ২০০ জনের উপরে উল্লেখ করেছে। ৬ থেকে ১৮ বছরের ছাত্র-ছাত্রীরা এই স্কুলে পড়ালেখা করে। হামলাকারীরা একটি গাড়ীর চালককেও সাথে নিয়ে গেছে।

এই ঘটনার কিছুদিন আগে নাইজেরিয়ার উত্তর–পশ্চিমাঞ্চলে একটি বিশ্ববিদ্যালয় থেকে এক মাসেরও বেশি সময় আগে ২০ জনকে অপহরণ করা হয়। ৪০ দিন পর ১৪ জনকে মুক্ত করা হয়। এর একদিন পরেই এ ঘটনা ঘটেছে।

এদিকে নাইজার পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন বলেছেন, তেজিনা শহরে হামলাকারীরা মোটরসাইকেলে এসে পৌঁছায়। সালিহু টাঙ্কো ইসলামিক স্কুলে তারা গুলিবর্ষণ করে। সেখানকার একজন বাসিন্দা নিহত হন এবং আরও একজন আহত হন। এরপর বন্দুকধারীরা শিশুদের অপহরণ করে নিয়ে যায়।

উত্তর নাইজেরিয়াতে ঘন ঘন শিক্ষার্থীদের জিম্মি হওয়ার ঘটনা ঘটেছে। গত ছয় মাসে সেদেশে কমপক্ষে ছয়বার শিক্ষার্থীদের জিম্মি করার খবর পাওয়া গেছে।

ফেব্রুয়ারিতে বন্দুকধারীরা জামফারা প্রদেশের একটি বোর্ডিং স্কুল থেকে ৩০০ ছাত্রীকে অপহরণ করেছে। দুই সপ্তাহ আগে কাদুনা প্রদেশের একটি বিশ্ববিদ্যালয় থেকে অপহৃত ১৪ জনকে মুক্তি দেওয়া হয়েছে।

২০১৪ সালে, বোকো হারাম সন্ত্রাসী গোষ্ঠী একটি বালিকা বিদ্যালয়ে হামলা করে ২৭৬ জন ছাত্রীকে জিম্মি করেছিল, তবে বিশ্লেষকরা বলছেন যে, সাম্প্রতিক জিম্মির ঘটনা স্থানীয় অপরাধী গোষ্ঠী দ্বারা চালানো হচ্ছে। iqna

captcha