IQNA

সুইডেনে কুরআন তিলাওয়াতের ভার্চুয়াল অনুষ্ঠান

20:55 - April 10, 2021
সংবাদ: 2612589
তেহরান (ইকনা): সুইডেনে পবিত্র রমজান মাসে ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে নিয়মিত দোয়া ইফতিতা এবং কুরআন তিলাওয়াত করা হবে।
রমজান উপলক্ষে সুইডেনের রাজধানী স্টকহোমের ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টার থেকে প্রতি রোজায় পবিত্র কুরআনের এক পারা তিলাওয়াত এবং দোয়া ইফতিতা পাঠ করা হবে। আর এই অনুষ্ঠানটি অনলাইনের মাধ্যমে সম্প্রচারিত হবে।
এই অনুষ্ঠানটি পবিত্র রমজান মাসে স্থানীয় সময় ১৯টায় শুরু হবে এবং ২০:৩০ পর্যন্ত অব্যাহত থাকবে।
 
স্টকহোমের ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টার এ বিষয়ে ঘোষণা করেছে: হিজরি ক্যালেন্ডার অনুযায়ী ১৪ ই এপ্রিল পবিত্র রমজান মাসের প্রথম দিন এবং ১৩ই এপ্রিলে পবিত্র রমজান মাসের চাঁদ দেখে সুনিশ্চিত হওয়ার পর এই সেন্টারের সামাজিক চ্যানেলগুলোর মাধ্যমে রমজানের সূচনার দিন মুসলমানদের জন্য ঘোষণা করা হবে।
 
আগ্রহী ব্যক্তিমণ্ডলী এই https://us۰۲web.zoom.us/j/۸۶۱۹۵۷۰۸۶۳۴?pwd=UVpYUjFyNUxwYm۱rbzkwTThZNXJaQT۰۹#success লিঙ্কে প্রবেশ করে পবিত্র রমজান মাসের কুরআন তিলাওয়াত এবং দোয়া ইফতিতায় অংশ গ্রহণ করতে পারবেন।
এছাড়াও রমজান মাসে লাইলাতুল ক্বদের ধর্মীয় অনুষ্ঠান এবং ইমাম আলী (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকানুষ্ঠান এবং ইমাম হাসান (আ.)এর পবিত্র জন্মবার্ষিকীর অনুষ্ঠান ১৫ই রমজান থেকে ২১ রমজান পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে। iqna

 

captcha