IQNA

অনলাইনের মাধ্যমে;

ইরানের খ্যাতনামা ক্বারির তত্ত্বাবধায়নে বাংলাদেশে কুরআন প্রশিক্ষণ

16:30 - March 16, 2021
সংবাদ: 2612466
তেহরান (ইকনা): ইউরোপের দারুল কুরআন এবং আন্তর্জাতিক তাবলীগ সাংস্কৃতিক সংস্থার সহযোগিতায় ঢাকাস্থ ইরানি কালচারাল কাউন্সিলারের উদ্যোগে বাংলাদেশের কুরআন প্রেমীদের জন্য পবিত্র কুরআন তিলাওয়াতের বিশেষ কর্মশালা শুরু হয়েছে। 

এই কুরআনিক কর্মশালা গতকাল শুরু হয়েছ এবং আগামী বৃহস্পতিবার ১৮ই মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে।
 
এই কর্মশালাটি পরিচালনা করছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের খ্যাতিমান ক্বারি আহমাদ আবুল কাসেম। গতকাল স্থানীয় সময় ১৬:৩০শে (তেহরান, দুপুর ২টায়) কর্মশালার প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়েছে। 
 
আহমাদ আবুল কাসেম ১৩৪৭ সালে ইরানের রাজধানী তেহরানে জন্মগ্রহণ করেন। তিনি কুরআন তিলাওয়াত বিভাগে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। এছাড়াও কুরআন প্রশিক্ষণের ক্ষেত্রের ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
 
আন্তর্জাতিক খ্যাতনামা ক্বারি আহমাদ আবুল কাসেম ১৯৯২ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থানের অধিকারী হন এবং এন্ডোমেন্ট অ্যান্ড চ্যারিটি অর্গানাইজেশনের পক্ষ থেকে অনুষ্ঠিত ১৯৯২ সালের জাতীয় কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থানের অধিকারী হন। এছাড়াও তিনি ১৯৯১ সালে ইরানের মুক্তিযোদ্ধাদের জন্য অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থানের অধিকারী হন। এ পর্যন্ত এই সুনামধন্য ক্বারি কুরআন মাহফিল এবং প্রশিক্ষণ কোর্সে (তাজবিদ, সৌউত ও লাহান) অংশগ্রহণ করার জন্য ইংল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, অস্ট্রিয়া, যুগোস্লাভিয়া, জার্মানি, ফ্রান্স, ইতালি, কানাডা, অস্ট্রেলিয়া, ম্যাসিডোনিয়া, আলবেনিয়া, সৌদি আরব, কাজাখিস্তান ও মালয়েশিয়া ভ্রমণ করেছেন। iqna
 

آموزش مجازی قرآن با حضور احمد ابوالقاسمی در بنگلادش

 
 

 

captcha