IQNA

ব্রিটিশ ইসলামিক কাউন্সিলের মহাসচিব পদে প্রথম মুসলিম নারী নির্বাচিত

0:02 - February 02, 2021
সংবাদ: 2612193
তেহরান (ইকনা): ব্রিটেনের ইসলামিক কাউন্সিলের (এমসিবি) প্রথম নারী প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন জারা মোহাম্মদ। সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ান জানায়, রোববার (৩১ জানুয়ারি) জারা মোহাম্মদকে 'ইসলামিক কাউন্সিল অব ব্রিটেন' (এমসিবির) মহাসচিব হিসেবে নির্বাচিত করেছে।

চলতি সপ্তাহে অনুষ্ঠিত হয় সংস্থাটির মহাসচিব নির্বাচন। নির্বাচনে জারা মোহাম্মদ জনপ্রিয় ইমাম ও বক্তা আজমল মসরুরকে হারিয়ে মহাসচিব নির্বাচিত হন।

মহাসচিব নির্বাচিত হয়ে জারা মোহাম্মদ বলেন, 'ব্রিটেনের মুসলমানের কল্যাণে কাজ করাই হবে আমার একমাত্র লক্ষ্য। এবং সবসময় মুসলিমদের অধিকার নিয়ে কাজ করব।'

তিনি আরও বলেন, আমাকে দেখে অনেক তরুণী এগিয়ে আসবে, নেতৃত্বের প্রতি অনুপ্রাণিত হবে। তারা আমাদের সংগঠন ও সমাজের ভবিষ্যৎ।

মানবাধিকার বিষয়ে পড়াশোনা করা গ্লাসগোর বাসিন্দা ২৯ বছর বয়সী তরুণী জারা মোহাম্মদ হারুন খানের দায়িত্ব নিচ্ছেন। এর আগে এমসিবির মহাসচিব হিসেবে সাড়ে চার বছর দায়িত্ব পালন করেন হারুন খান। iqna

captcha