IQNA

সৌদিকে মানবাধিকার পরিষদের সদস্য না করতে এইচআরডব্লিউ’র আহ্বান

19:22 - October 10, 2020
সংবাদ: 2611614
তেহরান (ইকনা): জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য হওয়ার জন্য সৌদি আরব যে প্রচেষ্টা চালাচ্ছে তার বিরোধিতা করেছে নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। রিয়াদ যাতে মানবাধিকার পরিষদের সদস্য হতে না পারে সেজন্য তার বিরুদ্ধে ভোট দেয়ার জন্য জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এইচআরডব্লিউ উল্লেখ করে, চরম রক্ষণশীল সৌদি আরব দেশে ও বিদেশে মারামত্মকভাবে মানবাধিকার লঙ্ঘনে জড়িত। দেশটি মানবাধিকার কর্মী ও নারী অ্যাক্টিভিস্টসহ রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের অধিকার লঙ্ঘন অব্যহত রেখেছে বলেও জানায় সংস্থাটি।

এইচআরডব্লিউ’র জাতিসংঘ বিষয়ক পরিচালক লুইস চরবোনিউ বলেন, পারস্য উপসাগরীয় রাজতান্ত্রিক এই দেশটি মানবাধিকারের মারাত্মক অপব্যবহারকারী একটি রাষ্ট্র। এমন দেশকে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক পরিষদের আসন দিয়ে পুরস্কৃত করা উচিত হবে না।

তিনি আরো বলেন, সৌদি আরব শুধুমাত্র দেশের মধ্যেই মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন ঘটায় না বরং আন্তর্জাতিক পর্যায়েও দেশটি মানবাধিকার ব্যবস্থা দুর্বল করতে ভূমিকা রাখছে।
সূত্র- পার্সটুডে

captcha