IQNA

মসজিদুল হারামের দরজায় নম্বর স্থাপন + ফটো

20:06 - September 10, 2020
সংবাদ: 2611455
তেহরান (ইকনা): মসজিদুল হারাম ও মসজিদে নববীর প্রধান তত্ত্বাবধায়কের উপস্থিতিতে ৮ম সেপ্টেম্বরে মসজিদুল হারামের দরজাসমূহে নম্বর স্থাপন প্রকল্পের সূচনা হয়েছে।

মসজিদুল হারাম ও মসজিদে নববীর প্রধান তত্ত্বাবধায়ক “শাইখ আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আল-সুদাইস” মসজিদুল হারামের দরজাসমূহে নম্বর স্থাপন প্রকল্পের উদ্বোধন করেছেন।
আল-সুদাইস বলেন: মসজিদুল হারাম সম্প্রসারণ প্রকল্পের আওতাধীন দরজাসমূহে নম্বর স্থাপনের মূল উদ্দেশ্য হচ্ছে মসজিদুল হারাম জিয়ারতকারীদের অধিক সেবা প্রদান করা।

কয়েক বছর আগে মসজিদুল হারামের উন্নয়ন প্রকল্প শুরু করা হয়েছে। এটি মক্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম উন্নয়ন পরিকল্পনা। মসজিদুল হারামের প্রাঙ্গণ এবং মাতাফের (পবিত্র কাবা ঘরের তাওয়াফের স্থান) সম্প্রসারণ এই পরিকল্পনার অংশগুলির মধ্যে অন্যতম। iqna

 

ট্যাগ্সসমূহ: মসজিদ ، হারাম ، ইকনা ، পবিত্র ، তাওয়াফ
captcha