IQNA

নিউইয়র্কের মরগান লাইব্রেরিতে পবিত্র কুরআনের তিনটি ঐতিহাসিক পাণ্ডুলিপি সংরক্ষণ + ছবি

18:43 - May 02, 2020
সংবাদ: 2610707
তেহরান (ইকনা)- মরগান লাইব্রেরির টুইটার পেজে পবিত্র কুরআনের ঐতিহাসিক এই তিনটি পাণ্ডুলিপির ছবি পোষ্ট করা হয়েছে।

৪৪০ বছরের পূর্বের এই তিনটি পাণ্ডুলিপি নিউ ইয়র্কের মরগান লাইব্রেরিতে সংরক্ষিত করা হয়েছে।

পবিত্র কুরআনের এসকল পাণ্ডুলিপির মধ্যে একটি পাণ্ডুলিপির সূরা হামদ ১৫৮০ সালের অন্তর্গত। এই পাণ্ডুলিপিটি ইরানের শিরাজ শহর থেকে মরগান লাইব্রেরিতে স্থানান্তর করা হয়েছে।


অপর দুটি পাণ্ডুলিপির সূরা ইসরা অটোমান সাম্রাজ্যের (১৮৩২ সাল) অন্তর্গত এবং অপর একটি পাণ্ডুলিপি সবুজ কুরআন নামে প্রসিদ্ধ ১৮০০ সালের অন্তর্গত। পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপিটি ভারতের কাশ্মীর থেকে মরগান লাইব্রেরিতে স্থানান্তর করা হয়েছে।

মরগান যাদুঘর এবং গ্রন্থাগারটি বিশ্বের বৃহত্তম শিল্প, সাহিত্যিক, বাদ্যযন্ত্র এবং ঐতিহাসিক কেন্দ্রের মধ্যে অন্যতম। এখানে মধ্যযুগ থেকে বিংশ শতাব্দী পর্যন্ত প্রচুর হস্তলিখিত দুর্লভ বই ও পাণ্ডুলিপি এবং মূল্যবান চিত্র সংরক্ষিত রয়েছে।

বিশ্বের অন্যতম শক্তিশালী ও ধনী ব্যবসায়ী এবং আমেরিকান ইতিহাসে অন্যতম প্রধান বিনিয়োগকারী জি পি মরগানের নিজস্ব বাড়ীতে ১৯০৬ সালে এই লাইব্রেরিটি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৬৬ সালে নিউইয়র্কের অন্যতম ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ হিসেবে গড়ে ওঠে। iqna

captcha