IQNA

সাংবাদিক জামাল খাশোগি হত্যার এক বছর পূর্তি উপলক্ষে ইউরোপীয় ইউনিয়নের বানী

17:13 - October 02, 2019
সংবাদ: 2609354
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যার এক বছর পূর্ণ হলো আজ। গত বছরের ২ আগস্ট তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কনস্যুলেট ভবনে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। প্রখ্যাত এই সাংবাদিকের হত্যার এক বছর পূর্তি উপলক্ষে ইউরোপীয় ইউনিয়ন বানী প্রদান করেছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: জামাল খাশোগি হত্যার এক বছর পূর্তি উপলক্ষে ইউরোপীয় ইউনিয়ন মুখপাত্র মায়া কোটসিয়ানচিক বলেন: খাশোগির হত্যার এক বছর অতিক্রম হওয়ার পরেও অনেক প্রশ্ন উত্তরহীন থেকে গিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এই হত্যাকাণ্ডের স্বচ্ছ তদন্তের পাশাপাশি রিয়াদে এই মামলার আসামিদের বিচার করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছে।

এই বাণীতে আরও উল্লেখ করা হয়েছে, খাশোগির মতো অনেক সাংবাদিক বিভিন্ন দেশে আক্রমণের স্বীকার হচ্ছেন। এই উপলক্ষে, ইউরোপীয় ইউনিয়ন প্রেসের স্বাধীনতা এবং বিশ্বজুড়ে সাংবাদিকদের সুরক্ষার প্রদানের জন্য গুরুত্বারোপ করছে।

২০১৮ সালের অক্টোবর মাসে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেট ভবনে জামাল খাশোগি তার বিয়ের জন্য জরুরি কাগজপত্র আনার জন্য গিয়েছিলেন কিন্তু সেখান থেকে আর কখনো বের হন নি। প্রথমদিকে সৌদি সরকার এ হত্যাকাণ্ডের কথা সরাসরি নাকচ করলেও পরবর্তীতে নানা তদন্তের ভেতর দিয়ে তা পরিষ্কার হচ্ছে।

এছাড়া, সম্প্রতি সৌদি যুবরাজ বিন সালমান নিজেই বলেছেন, যেহেতু তার নজরদারিতে সমস্ত সবকিছু হয়েছে অতএব তিনি এই হত্যাকাণ্ডের দায় এড়াতে পারেন না।  iqna

captcha