IQNA

আল-হুদাইদাহ বন্দর থেকে ১৫০ জন ইয়েমেনী অপহরণ

18:11 - May 02, 2019
সংবাদ: 2608459
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন ঘোষণা করেছে, আল-হুদাইদাহ বন্দর এলাকা থেকে ইয়েমেনের ১৫০ জন জেলেকে অপহরণ করেছে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোট।

বার্তা সংস্থা ইকনা: ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন গতকাল ঘোষণা করেছে, সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোট লাল সাগরের তারাফা দ্বীপের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে ১৫০ জন জেলেকে অপহরণ করেছে। এসকল জেলে ১৫টি অধিক নৌকায় করে মাছ ধরছিল। এসময় সৌদি সেনারা তাদেরকে অপহরণ করে।

ইয়েমেনের মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, গত চার বছরের যুদ্ধে আগ্রাসী জোট ৫০ হাজার জেলেকে মাছ ধরা থেকে বঞ্চিত করেছে। এছাড়া, কয়েক ডজন জেলেকে হত্যা, ৯৩টি স্থাপনায় হামলা এবং মাছ ধরার ৪,৫৮৬টি নৌকা ধ্বংস করেছে।

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সৌদির এই কাজকে সুইডিশ চুক্তির লঙ্ঘন হিসাবে বর্ণনা করেছে।  iqna

 

captcha