IQNA

আইআরজিসি-কে সন্ত্রাসী তালিকাভুক্ত করে আমেরিকা আরেকটি ভুল করেছে

20:16 - April 09, 2019
সংবাদ: 2608300
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ (মঙ্গলবার) জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস অনুষ্ঠিত হযেছে। এই অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মধ্যপ্রাচ্য থেকে সন্ত্রাসবাদের মূলোৎপাটন করেছে। এখন তারা আইআরজিসি-কে সন্ত্রাসী আখ্যা দিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে চায়। আজ (মঙ্গলবার) তেহরানে পরমাণু প্রযুক্তি দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।

বার্তা সংস্থা ইকনা: রুহানি আমেরিকার উদ্দেশে বলেন, আইআরজিসি-কে সন্ত্রাসী তালিকাভুক্ত করে আপনারা আরেকটি ভুল করলেন। আইআরজিসি'র বিরুদ্ধে আপনাদের পদক্ষেপকে কেউ তোয়াক্কা করে না।

তিনি বলেন, আমেরিকা ভাবছে এই ধরণের পদক্ষেপের মাধ্যমে ইরানে অনৈক সৃষ্টি করা যাবে এবং আইআরজিসি'র জনপ্রিয়তা কমানো যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে আইআরজিসি হচ্ছে ইরানিদের প্রাণের সংগঠন। অতীতের যেকোনো সময়ের চেয়ে আইআরজিসি'র জনপ্রিয়তা এখন বেশি বলে তিনি জানান।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র বিরুদ্ধে মার্কিন শত্রুতা ও ক্ষোভের কারণ হচ্ছে এই বাহিনী মার্কিন সৃষ্ট আইএস (দায়েশ)সহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মধ্যপ্রাচ্যে পরাজিত করতে সক্ষম হয়েছে। মার্কিন মদদপুষ্ট সন্ত্রাসীদের মূলোৎপাটন করার কারণে আমেরিকা এই বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় বলে তিনি জানান।
এ উপলক্ষে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি পরমাণু ক্ষেত্রে ১১৪টি নয়া সাফল্য উন্মোচন করেছেন। এর মধ্যে তেহরানে পারমাণবিক প্রযুক্তি প্রদর্শনীতে ১১০টি সাফল্য উন্মোচন করা হয়। অপর চারটি সাফল্য উন্মোচন করা হয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

ইরান সাফল্যের সঙ্গে অত্যাধুনিক 'আইআর-সিক্স' সেন্ট্রিফিউজ বসানোর কাজ শুরু করেছে। এটি ইরানের জন্য একটি বড় সাফল্য হিসেবে গণ্য হচ্ছে। এই সাফল্য আনুষ্ঠানিকভাবে আজ উন্মোচন করেন প্রেসিডেন্ট রুহানি। এছাড়া ইরান নিউক্লিয়ার মেডিসিন, নিউক্লিয়ার প্রযুক্তি ভিত্তিক ডায়াগনোসিস, কোয়ান্টাম ও এফটিআইআর ডিভাইসের ক্ষেত্রে নতুন কিছু সাফল্য অর্জন করেছে।

আজ পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে তেহরানে অনুষ্ঠিত সম্মেলনে পরমাণু সাফল্যের নানা তথ্য তুলে ধরার পাশাপাশি বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের হাতে নিহত বিজ্ঞানীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। সেখানেও ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

২০০৬ সালের এ দিনে ইরানের সাবেক প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে পরমাণু জ্বালানি চক্র সংক্রান্ত প্রযুক্তি পুরোপুরি আয়ত্ব করার বিষয়টি ঘোষণা করেন। এরপর থেকে ইরানে ফার্সি ২০ ফারভারদিন জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ইরান বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা, শিল্প ও কৃষিকাজে পরমাণু প্রযুক্তি ব্যবহার করে থাকে।  iqna

captcha