IQNA

শেষ নবী ও শেষ ইমামের মধ্যে সদৃশতা

23:39 - December 02, 2018
সংবাদ: 2607419
ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠার জন্য ইমাম মাহদী(আ.) কিয়াম করবেন, যেমনভাবে মহানবী হযরত মুহাম্মাদের(সা.) নবুয়্যতের উদ্দেশ্যও ছিল সমাজে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: সূরা নিসার ৪১ নম্বর আয়াতে বলা হয়েছে, فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلَاءِ شَهِيدًا

হে নবী সে দিন তাদের কি অবস্থা হবে,যখন আমি প্রত্যেক ধর্ম সম্প্রদায় থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং আপনাকেও তাদের প্রতি সাক্ষী করব?

ইসলামের নবী (সা.) তাঁর উম্মতদের সাক্ষী হওয়া ছাড়াও সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে অন্যান্য নবীদের জন্যেও সাক্ষী হবেন৷পরকালের বিচারে নবীজির উপস্থিতি ও সাক্ষ্য দেখে বলবে হায়, আমাদের যদি জন্মই না হত কিংবা মৃত্যুর পর যদি চিরকাল মাটিতেই মিশে থাকতাম৷ কিন্তু তখন এই সব আক্ষেপ আর হা হুতাশ কোন কাজে আসবে না৷ কারণ,পৃথিবীতে তাদেরকে যে জীবন ও সময় সুযোগ দেয়া হয়েছে তা শেষ হয়ে গেছে৷ তাই কিয়ামতে এতসব সাক্ষ্য প্রমাণ থাকবে বলে কোন খারাপ কাজই ঢেকে রাখা যাবেনা ৷ এছাড়াও আল্লাহর কাছে কারো কোন কথা ও চিন্তাও গোপন থাকে না৷

ইমাম মাহদীও বলেছেন: তোমাদের কোন খবর আমার কাছে গোপন নেই তোমাদের সব কিছু সম্পর্কে আমরা অবগত আছি।

হাদিসে বর্ণিত হয়েছে: «أمَا وَ اللَّهِ لَیَدْخُلَنَّ عَلَیْهِمْ عَدْلُهُ جَوْفَ بُیُوتِهِمْ کَمَا یَدْخُلُ الْحَرُّ وَ الْقَرُّ » ইমাম মাহদী(আ.) এমনভাবে সবার বাড়িতে ন্যায়পরায়ণতা পৌঁছে দিবেন যেভাবে শীতকালের শীত আর গরমকালের গরম মানুষের ঘরে পৌঁছে যায়।

captcha