IQNA

আফগানিস্তানে জাতিসংঘের প্রতিনিধি

হেলমান্দে বিমান হামলায় নিহত হচ্ছে অধিকাংশ শিশু ও নারী

22:10 - December 02, 2018
সংবাদ: 2607415
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে জাতিসংঘের প্রতিনিধি ঘোষণা করেছেন: আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে বিমান হামলার ফলে অধিকাংশ শিশু ও নারী নিহত হচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানে জাতিসংঘের প্রতিনিধি "ইউনামা" ঘোষণা করেছেন: আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে ২৮শে নভেম্বর বিমান হামলার ফলে ২৩ জন বেসামরিক ব্যক্তি নিহত এবং তিন জন শিশু আহত হয়েছেন।
তিনি আরও বলেন: এই প্রদেশে বিমান হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু রয়েছে। নিহতদের মধ্যে ১০ জন শিশু ও ৮ জন নারীর নাম রয়েছে।
হেলমান্দ প্রদেশের মুখপাত্র ওমর জাওয়াক নিশ্চিত করে বলেছেন: হেলমান্দ প্রদেশে আকাশ পথে ও স্থল পথে হামলা ফলে ১০ জনের অধিক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। তবে এই হামলাটি আফগানিস্তান সামরিক বাহিনী কর্তৃক নাকি ন্যাটো বাহিনী কর্তৃক সংগঠিত হয়েছে সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ইউনামা ঘোষণা করেছেন: তালেবানের বিরুদ্ধে আফগান ও ন্যাটো বাহিনী যৌথভাবে এই হামলা চালিয়েছে। তবে ন্যাটো বাহিনী বিমান হামলা চালিয়েছে।
উল্লেখ্য, আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত হেলমান্দ প্রদেশটি সেদেশের সর্ববৃহৎ প্রদেশ। এই প্রদেশটি পাকিস্তানের সীমান্তে অবস্থিত। এছাড়াও কয়েক দিন পূর্বে হেলমান্দ প্রদেশের নাওয়া জেলার দো-পোল এলাকায় একটি বিস্ফোরণের ফল ১৩ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।
iqna

 

captcha