IQNA

লিবিয়ায় চারজন আন্তর্জাতিক সাংবাদিককে অপহরণ

23:30 - August 03, 2018
সংবাদ: 2606367
আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার ত্রিপোলি শহরে সশস্ত্র ব্যক্তিরা রায়টার্স এবং এএফপি ৪ জন সাংবাদিককে অপহরণ করেছে।

ইসরাইলি কারাগারের দুঃসহ স্মৃতি তুলে ধরলেন অহেদ তামিমি
বার্তা সংস্থা ইকনা: সশস্ত্র ব্যক্তিরা মিডিয়াকে অবৈধ অভিবাসী এবং ত্রিপোলিতে মানব পাচার অপারেশনের রিপোর্ট প্রচার করতে না দেওয়ার জন্য এই চার সাংবাদিককে অপহরণ করেছে।
লিবিয়ার প্রেস অফিস জানিয়েছে: সশস্ত্র ব্যক্তিরা রায়টার্সের হানী আমামী এবং ফ্রান্সের এএফপির মাহমুদ এবং হামযা তুর্কিকে অপহরণ করেছে।
লিবিয়ার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিটির প্রতিবেদক আহমদ আব্দুল হাকিম হামজা সাংবাদিকদের অপহরণের ঘটনাকে নিন্দা জানিয়ে বলেছেন: লিবিয়ার জাতীয় নিরাপত্তা সংরক্ষণ সেবা কর্তৃক ইচ্ছাকৃতভাবে এই হামলা কোন জবাবদিহিতা ছাড়া অব্যাহত থাকতে পারে না।
তিনি গুরুত্বারোপ করে বলেন: আজ সিআরএম শত্রুদের প্রতিকূল পদক্ষেপের জন্য সরকার দায়ী। এধরণের কাজে যারা লিপ্ত রয়েছে তাদের বিচার করার ক্ষমতা সরকারের নেই। আর এজন্য এধরণের কাজ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।
iqna

 

captcha