IQNA

হজ বয়কট করলেন কাতারের আমিরের স্ত্রী

22:17 - July 23, 2018
সংবাদ: 2606281
আন্তর্জাতিক ডেস্ক: কাতারের আমিরের স্ত্রী "জাওয়াহের আলে সানি" টুইটারে তার নিজস্ব পেজে হজ বয়কট করার উপর এটি টুইট করেছেন।


বার্তা সংস্থা ইকনা: কাতারের আমিরের স্ত্রী "জাওয়াহের আলে সানি" টুইটারে "হজ; কাতারিদের জন্য একটি ফাঁদ" এবং "এ বছর কাতারিরা হজে যাবে না" হ্যাশট্যাগ চালু করার মাধ্যমে এ বছর হজে না যাওয়ার জন্য নিজের বিরোধী মত প্রকাশ করেছেন।
তিনি টুইটারে লিখেছেন: "দেশবাসীদের জেনে রাখা উচিত যে, মক্কা স্বাধীন ভ্যাটিকানের মত নয়; বরং মক্কা সৌদি আরবের অন্তর্গত। আজ এই দেশ আমাদের সাথে শত্রুতার পথ চয়ন করেছে। বছর জুড়ে সেদেশে তোমার প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে; কারণ তোমাকে তাদের নিরাপত্তা হুমকি হিসেবে দেখে।"
আমিরের স্ত্রীর এই টুইটে অনেকে সমালোচনা করেছে। কেউ কেউ বলেছে তিনি কোন ধর্মীয় নেতা অথবা মুফতি নন, যে এ ব্যাপারে মতামত প্রকাশ করবেন।
সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারী কিছু কর্মী বলেছেন: কাতার অথবা অন্যান্য দেশের নাগরিকদের হজ পালনের উপর সৌদি আরব নিষেধাজ্ঞা আরোপ করেনি। প্রকাশিত কিছু ভিডিওতে দেখা যায় যে, সৌদি কর্তৃপক্ষ কাতারি হাজীদের সাথে ভালো ব্যবহার করছে।
কাতারের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। এসকল দেশের অভিযোগ তেহরান ও দোহার মধ্যে ভালো সম্পর্ক স্থাপন এবং মুসলিম ব্রাদারহুডকে সমর্থন করার জন্য তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
iqna

 

captcha