IQNA

বসন্তের আয়াতসমূহের তিলাওয়াত -৩;

মুহাম্মাদ সাদিক মানশাভীর সুললিত কণ্ঠে সূরা আরাফ তিলাওয়াত

7:31 - April 07, 2018
সংবাদ: 2605448
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র কুরআনে বেশ কয়েক স্থানে বসন্তে কথা উল্লেখ করা হয়েছে। সূরা আরাফেও বসন্তের কথা উল্লেখ রয়েছে।

বার্তা সংস্থা ইকনা: মহান আল্লাহ তায়ালা পক্ষ থেকেই বসন্ত আসে যা তার রহমত ও বরকতের বার্তা সম্পর্কে আমাদেরকে অবগত করে। বসন্ত কালে ঠাণ্ডা বাসাত ঘুমিয়ে পড়ে এবং গাছপালা পুনরায় জন্মগ্রহণ করে। আকাশে মেঘ থাকে, পৃথিবীর বুক সবুজ হয়। প্রকৃতি তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই সুন্দর মনোরম পরিবেশ বসন্তের আয়াতসমূহের তিলাওয়াত শুনে আমরা আমাদের হৃদয়কে বসন্ত সতেজতায় সতেজ করি।

বসন্তের আগমনে আমরা মিশরের প্রসিদ্ধ ক্বারি মুহাম্মাদ সাদিক মানশাভীর সুললিত কণ্ঠে বসন্তের আলোকে পবিত্র কুরআনের আয়াতের তিলাওয়াত শুনবো।

লিবিয়ায় অনুষ্ঠিত এক কুরআন মাহফলিলে বিশ্ব বিখ্যাত ক্বারি মুহাম্মাদ সাদিক মানশাভী এই তিলাওয়াতটি পেশ করেন।

উক্ত মাহফিলি তিনি তার সুললিত কণ্ঠে সূরা আরাফের ৪২ থেকে ৭৪ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেন।

 

 

সূরা আরাফের ৫৭ নম্বর আয়াতে মৃত ভূমিকে জীবিত করার কথা উল্লেখ করা হয়েছে।

 

وَهُوَ الَّذِي يُرْسِلُ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ حَتَّى إِذَا أَقَلَّتْ سَحَابًا ثِقَالًا سُقْنَاهُ لِبَلَدٍ مَيِّتٍ فَأَنْزَلْنَا بِهِ الْمَاءَ فَأَخْرَجْنَا بِهِ مِنْ كُلِّ الثَّمَرَاتِ كَذَلِكَ نُخْرِجُ الْمَوْتَى لَعَلَّكُمْ تَذَكَّرُونَ

 

এবং তিনিই তো সেই সত্তা যিনি স্বীয় অনুগ্রহের প্রাক্কালে বাতাসকে সুসংবাদবাহীরূপে প্রেরণ করেন। অতঃপার যখন তা (সেই বাতাস) ভারী মেঘমালাকে বহন করে তখন আমরা তাকে কোন মৃত ভূখণ্ডের দিকে চালনা করি; অতঃপর আমরা তার মাধ্যমে ভারি বর্ষন করি এবং তার দ্বারা সর্বপ্রকারের ফলমূল উৎপাদন করি। আর এভাবেই আমরা (ভূমি থেকে) মৃতদের বের করব, যাতে তোমরা উপদেশ ও শিক্ষাগ্রহণ কর।

iqna

 

captcha