IQNA

ইমাম মুসা কাজিমের (আ.) চারটি উপদেশ

15:58 - September 13, 2017
সংবাদ: 2603819
ইমাম মুসা কাজিম (আ.) রাসূলের (সা.) পবিত্র আহলে বাইতের (আ.) ৭ম ইমাম। সুন্দর, উত্তম ও আদর্শ জীবনে গড়ে তোলার ক্ষেত্রে তিনি স্বীয় অনুসারীদের প্রতি ৪টি উপদেশ দিয়েছেন।
 
 বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মুসা কাজিম (আ.) এক হাদীসে তার প্রকৃত অনুসারীদের প্রতি ৪টি উপদেশ দান করেছেন। এখানে পাঠকদের জ্ঞাতার্থে উক্ত হাদীসটি তুলে ধরছি-

ইমাম মুসা কাজিম (আ.) বলেছেন-

مَن استَوى یَوماهُ فَهُوَ مَغبونٌ و مَن کانَ آخِرُ یَومَیهِ شَرَّهُما فَهُوَ مَلعونٌ و مَن لَم یَعرِفِ الزِّیادَةَ فی نَفسِهِ فَهُوَ فی نُقصانٍ و مَن کانَ إلَى النُّقصانِ فَالمَوتُ خَیرٌ لَهُ مِنَ الحَیاةِ.

অর্থাৎ যে ব্যক্তির পরস্পর দু'টি দিন সম পর্যায়ে হবে; সে ক্ষতিগ্রস্ত।

যে ব্যক্তির চলতি দিনটি পূর্বের দিনের তুলনায় মন্দ হবে; সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে।

যে ব্যক্তি নিজের মধ্যে অগ্রগতি ও উত্তরণ না দেখবে, সে পতনের দিকে ধাবিত হবে।

আর যে ব্যক্তি পতন ও ক্ষতির দিকে ধাবিত হবে; তার জন্য বেচে থাকার চেয়ে মৃত্যুবরণ শ্রেয়।

সূত্র: বিহারুল আনওয়ার, খন্ড ৭৮তম, পৃ. ৩২৭।
captcha