IQNA

অস্ট্রিয়ায় মুসলমানদের উপর হামলা বৃদ্ধি

20:26 - April 01, 2017
সংবাদ: 2602830
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রিয়ার ‘মুসলিম বিষয়ক এক কার্যালয়ে’র প্রতিবেদনের ভিত্তিতে, ২০১৬ সালে এ দেশের মুসলমানদের উপর হামলার ঘটনা লক্ষ্যণীয় হারে বৃদ্ধি পেয়েছে।

তুরস্কের আনাতোলি’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: সাম্প্রতিক কালে ইসলামভীতি ইউরোপীয় সমাজে বড় একটি সমস্যা হিসেবে দেখা দিয়েছে। মুসলমানদের উপর হামলার হার প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে।

অস্ট্রিয়ার মুসলিম বিষয়ক এক কার্যালয়ের প্রতিবেদনের ভিত্তিতে, এদেশে ইসলামভীতি এবং মুসলমানদের উপর হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে লক্ষ্যণীয় হারে।

ঐ প্রতিবেদনের ভিত্তিতে, ২০১৬ সালে ২৫৩টি হামলার ঘটনা রেকর্ড করা হয়। যা ২০১৫ সালের তুলনায় শতকরা ৬৫ ভাগ বেশী।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউরোপে ইসলামভীতির মূল শিকার হচ্ছেন মুসলিম নারীরা। হামলার শিকার শতকরা ৯৮ ভাগই হচ্ছেন নারী।

প্রতিবেদনের অপর অংশে বলা হয়েছে, এ দেশে ইসলামভীতি সম্প্রসারণের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে দেশটির গণমাধ্যমের।#3586045


captcha