IQNA

রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে ভূমিকা নিন: জাতিসংঘকে ইরান

21:09 - January 07, 2017
সংবাদ: 2602319
আন্তর্জাতিক ডেস্ক: চিঠিতে জাওয়াদ জারিফ বলেছেন, মিয়ানমারের জাতিগত রোহিঙ্গা মুসলমানরা শুধু একটা দেশের নাগরিক হওয়া এবং সরকারের সুরক্ষা পাওয়া থেকেই বঞ্চিত হয় নি বরং তারা প্রতিদিন অমানবিক হত্যা-নির্যাতনের শিকার হচ্ছে।
রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে ভূমিকা নিন: জাতিসংঘকে ইরান
পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের দুর্দশা লাঘবে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ জাতিসংঘের নতুন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে একটি চিঠি লিখেছেন।
চিঠিতে তিনি মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা দাবি করেছেন। চিঠিতে তিনি জোর দিয়ে বলেন, রোহিঙ্গা মুসলমানদের দুর্দশা এখন আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
চিঠিতে জাওয়াদ জারিফ আরো বলেছেন, মিয়ানমারের জাতিগত রোহিঙ্গা মুসলমানরা শুধু একটা দেশের নাগরিক হওয়া এবং সরকারের সুরক্ষা পাওয়া থেকেই বঞ্চিত হয় নি বরং তারা প্রতিদিন অমানবিক হত্যা-নির্যাতনের শিকার হচ্ছে।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠেয় ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের কথা উল্লেখ করে জারিফ তার চিঠিতে আরো বলেছেন, বৈঠকে রোহিঙ্গা ইস্যু আলোচনা করা হবে এবং এ বৈঠক আয়োজনের মধ্যদিয়ে রোহিঙ্গা ইস্যুর গভীরতা ফুটে উঠেছে। তিনি বলেন, রোহিঙ্গা মুসলমানদের এ দুর্দশা এবং তাদের নাগরিকত্ব অস্বীকার করার ফলে মারাত্মক পরিস্থিতি তৈরি হবে এবং মিয়ানমারসহ প্রতিবেশী দেশগুলোর শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করবে। সেক্ষেত্রে জাতিসংঘের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য তিনি গুতেরেসের প্রতি আহ্বান জানিয়েছেন।#

captcha