IQNA

ইরান কোন বলদর্পী শক্তির কাছে মাথা নত করবে না: সর্বোচ্চ নেতা

22:35 - December 28, 2016
সংবাদ: 2602248
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামী বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী বলেছেন যে, ইরানি জাতি নিজস্ব শক্তি ও ক্ষমতার উপর নির্ভর করে সামনের দিকে এগিয়ে যাবে এবং কখনও কোন বলদর্পী শক্তির কাছে মাথা নত করবে না।

বার্তা সংস্থা ইকনা: ২০০৯ সালের ৩০ ডিসেম্বর (ফার্সি৯ দেই) শত্রুদের ষড়যন্ত্র মোকাবেলায় সর্বোচ্চ নেতার আহ্বানে ইসলামি সরকার ব্যবস্থার পক্ষে ইরানজুড়ে যে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল তার বার্ষিকীর প্রাক্কালে হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী আজ (মঙ্গলবার) এ কথা বলেন।

প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে শত্রুরা দেশে গোলযোগ সৃষ্টির চেষ্টা করলে তার প্রতিবাদে ইরানের সর্বস্তরের মানুষ সেদিন রাস্তায় নেমে ইসলামি ব্যবস্থার পক্ষে মিছিল-সমাবেশে অংশ নেয় এবং তারা ইসলামি সরকার ব্যবস্থার প্রতি পূর্ণ সমর্থন জানায়। সর্বোচ্চ নেতা ওই মিছিল-সমাবেশকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি অন্যতম শক্তি হিসেবে আখ্যায়িত করেন।

আয়াতুল্লাহ খামেনেয়ী আরও বলেন, ইরানের বিরুদ্ধে বলদর্পী শক্তিগুলোর শত্রুতা এখন ভিন্ন মাত্রা পেয়েছে। ইরানি জাতির সম্পদ, আধ্যাত্মিকতাও ঈমানি শক্তিকে নস্যাৎ করতে শত্রুরা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এর বিপরীতে আমাদেরকে এসব শক্তি সংরক্ষণের পাশাপাশি তা জোরদার করতে হবে।

তিনি বলেন, অঢেল প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদ এবং প্রচুর জনসংখ্যা অধ্যুষিত ইরান সব সময় যুক্তি মেনে চলে। এছাড়া, ইরানের রয়েছে শক্ত রাজনৈতিক ভিত্তি এবং দক্ষ সামরিক বাহিনী ও সরঞ্জাম।
iqna

captcha