IQNA

রোমানিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন মুসলিম নারী

19:38 - December 23, 2016
সংবাদ: 2602214
আন্তর্জাতিক ডেস্ক: ২০১২ সালে গণভোট কারচুপির এক মামলায় দেশটির প্রধানমন্ত্রী লিভিও ড্রাগনেয়া দোষী হওয়ায় তাকে অপসারণ করা হয়।
যুগান্তরের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: রোমানিয়ার সংখ্যালঘু মুসলিম বামপন্থী দলের নেত্রী সেভিল শাইদেকে (৫২)  প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেট পার্টি (পিএসডি)। খবর ডন অনলাইনের।
২০১২ সালে গণভোট কারচুপির এক মামলায় দেশটির প্রধানমন্ত্রী লিভিও ড্রাগনেয়া দোষী হওয়ায় তাকে অপসারণ করা হয়।
এ কারণেই ক্ষমতাসীন পিএসডি বুধবার ৫২ বছর বয়সী শাইদেকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেয়।  এখন প্রেসিডেন্ট ক্লাউস উয়োহানিস অনুমোদন দেয়ার পর পার্লামেন্টে আস্থা ভোটে জয়ী হলেই তিনি এ দায়িত্বে আসবেন।
শাইদে এর আগের মেয়াদে ক্ষমতাসীন বামপন্থী সরকারের আঞ্চলিক উন্নয়নমন্ত্রী ছিলেন।
গত ১১ ডিসেম্বর দেশটির সাধারণ নির্বাচন হয়। সেখানে ৪৬৫ আসনের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে পিএসডি পার্টি এএলডিই'র সঙ্গে ২৫০ আসন নিয়ে জোট সরকার গঠন করে।

captcha