IQNA

যে সব কারণে মানুষের অন্তরের মৃত্যু ঘটে

22:38 - November 28, 2016
সংবাদ: 2602046
আন্তর্জাতিক ডেস্ক: রাসূল (সা.) থেকে একটি হাদীসে বর্ণিত হয়েছে যে, চারটি জিনিষের কারণে মানুষের অন্তরের মৃত্যু ডেকে আনে; যথা: উপর্যপুরি গুনাহ সম্পাদন করা, বেগানা নারীদের সাথে উঠা-বসা করা, নির্বোধদের সাথে বিবাদে জড়ান এবং মৃত ব্যক্তিদের সাথে বসবাস করা।
যে সব কারণে মানুষের অন্তরের মৃত্যু ঘটে
শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আমিরুল মু’মিনিন আলী (আ.) বলেছেন যে, স্মরণে রাখবে যে, অভাব এক ধরনের মুসিবত, আর অভাবের চেয়ে মন্দ হচ্ছে শারীরিক পীড়া, আর শারীরিক পীড়ার চেয়ে মন্দ হচ্ছে অন্তরের পীড়া। স্মরণে রেখ! ধন-সম্পদ হচ্ছে অন্যতম নেয়ামত; আর সম্পদের চেয়ে ভাল হচ্ছে শারীরিক সুস্থতা এবং শারীরিক সুস্থতার চেয়ে উত্তম হচ্ছে আত্মিক সুস্থতা।

পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বর্ণনা করেছেন যে, যেদিন (কেয়ামতের দিন) না সম্পদ মানুষের কোন উপকারে আসবে, না সন্তানাদি। কিন্তু যে ব্যক্তি পবিত্র মন ও অন্তর নিয়ে আল্লাহর নিকট গমন করবে, সে কল্যাণ লাভ করতে পারবে।

এখন আমরা যে সব কাজসমূহ মানুষের অন্তরের মৃত্যু ঘটায় সেগুলোর মধ্যে কয়েকটির নাম উল্লেখ করব-

১- প্রতিশ্রুতি ভঙ্গ করা। প্রতিশ্রুতি ভঙ্গকারীদের প্রতি আল্লাহর লা’লন বর্ষিত হয়।

২- মাত্রাতিরিক্ত কথাবার্তা- রাসূল (সা.) বলেছেন যে, আল্লাহর জিকির ব্যতীত অহেতুক কথাবার্তা মানুষের অন্তরে মৃত্যু ডেকে আনে।

৩- অহেতুক আমোদ-প্রমোদ

৪- অধিক ধন-সম্পদ- ইমাম আলী (আ.) বলেছেন যে, ধন-সম্পদের আধিক্য মানুষের দুনিয়া ও পরকালের ক্ষতি ডেকে আনতে পারে।

৫- গুনাহের পুনরাবৃত্তি

৬- দুনিয়া লোভীদের সাথে উঠাবসা

৭- নারীদের (না-মাহরাম) সাথে মেলামেশা

৮- সীমালংঘনকারীদের সাথে ঘনিষ্ঠতা গড়ে তোলা
captcha