IQNA

সর্বোচ্চ নেতা;

গাদীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে ইসলামের বিধি অনুযায়ী ইমামতের নির্বাচন

16:42 - September 20, 2016
সংবাদ: 2601604
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ঈদের গাদির উপলক্ষে সর্বোচ্চ নেতা আজ (২০ সেপ্টেম্বর) গাদীরের গুরুত্বের আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করেছেন। সর্বোচ্চ নেতা তার বক্তৃতায় বলেছেন: গাদীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে ইসলামের বিধি অনুযায়ী ইমামতের নির্বাচন। এইদিনে স্বয়ং হযরত মুহাম্মাদ (সা.) তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ইমাম আলীকে (আ.) নির্বাচন করে গিয়েছেন।
গাদীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে ইসলামের বিধি অনুযায়ী ইমামত নির্বাচন
বার্তা সংস্থা ইকনা: পবিত্র ঈদের গাদির উপলক্ষে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি আজ (২০ সেপ্টেম্বর) সকালে ইমাম খোমেনী (রহ.) নামক হোসাইনিয়াতে ইরানের বিভিন্ন শ্রেণী-পেশার সহস্রাধিক জনগণের উপস্থিতিতে মূল্যবান বক্তৃতা পেশ করেছেন।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী বলেছেন, আমিরুল মু'মিনিন আলী (আ.) রাসূলের (সা.) সুযোগ্য স্থলাভিষিক্ত। ১৮ই জিলহজ্ব গাদীরে খুমের দিন আলী (আ.) স্থলাভিষিক্তের মাধ্যমে ইসলামের পূর্ণতা লাভ হয়েছে।
ঐতিহাসিক ঈদে গাদীর উপলক্ষে ইরানের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানদের এক সমাবেশে বক্তৃতাকালে ইসলামে ঈদে গাদীরের বিশেষ গুরুত্ব ও তাৎপর্যের কথা উল্লেখ করে বলেন: আল্লাহর নির্দেশে রাসূল (সা.) বিদায় হজ্ব শেষে স্বীয় স্থলাভিষিক্ত হিসেবে আলী ইবনে আবু তালিবকে (আ.) সমবেত সাহাবীর উদ্দেশ্য পরিচয় করিয়ে দেন। তাই গাদীরের দিন থেকে ইসলাম মুসলিম উম্মাহর ভবিষ্যৎ নেতৃত্ব ও দিকনির্দেশনার বড় ধরনের শূন্যতা থেকে রেহাই পায়। বস্তুত আমিরুল মু'মিনিন আলীর (আ.) অভিষেকের মধ্য দিয়ে ইসলামের ধর্মের পূর্ণতা লাভ হয়েছে।
এ কারণে আমরা যদি ইসলামের প্রকৃত পথে চলতে চাই তবে অবশ্যই আমিরুল মু'মিনিন আলীর (আ.) পদাঙ্ক অনুসরণ করতে হবে এবং একই সাথে এ মহান ব্যক্তিত্বের প্রতি ভক্তি ও ভালবাসাপোষণ করতে হবে।
ইসলাম বিরোধীদের নানা ষড়যন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, ইরানের শত্রুদের মূল লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা সৃষ্টির মাধ্যমে জনগণের মাঝে অসন্তোষ ছড়িয়ে দেয়া এবং ইসলামি সরকার ব্যবস্থার প্রতি অনাস্থার পরিবেশ সৃষ্টি করা। তবে ইরানের জনগণ বিশেষকরে তরুণ সমাজ আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলসহ সব শত্রুর ষড়যন্ত্র নস্যাৎ করতে সক্ষম।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, শিয়া মাজহাবের একটি নকল সংস্করণ তৈরি করে এর নামে ইসলাম ধর্মের অন্য মাজহাবের লোকদের মাঝে সাম্প্রদায়িকতা উসকে দেয়া হচ্ছে। আর এর ফলে দায়েশ (আইএসআইএল) ও আন-নুসরার মতো ঘৃণ্য গোষ্ঠী সৃষ্টি হচ্ছে এবং এসব গোষ্ঠী হচ্ছে আমেরিকা ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলোর সেবাদাস। শিয়া মাজহাবের ভ্রান্ত সংস্করণকে ব্রিটিশ সংস্করণ হিসেবেও উল্লেখ করেন সর্বোচ্চ নেতা।
এছাড়াও তিনি তার বক্তৃতায় সুন্নি মাজহাবের সম্মানিত ব্যক্তিত্বদের অবমাননা না করতে আবারও আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এ ধরনের তৎপরতা ইমামত বা আহলে বাইতের (আ.) প্রতি বিশ্বাসের ভিত্তি ও যুক্তি অন্যদের কাছে তুলে ধরার পথে বাধা হিসেবে কাজ করে।#
iqna

captcha