IQNA

কানাডায় ইব্রাহিমী ধর্মের ১৩তম উৎসব অনুষ্ঠান

23:26 - April 05, 2016
সংবাদ: 2600561
আন্তর্জাতিক ডেস্ক: কানাডার অন্টারিও প্রদেশের ‘পিটার ব্রু’ শহরে ৮ম থেকে ১০ম এপ্রিল পর্যন্ত ইব্রাহিমী ধর্মের ১৩তম উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: ইব্রাহিমী ধর্মের উৎসব অনুষ্ঠান ২০০৪ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে ২০১১ সালের ১১ই সেপ্টেম্বরে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর ব্যাপক ভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।
প্যারিসে সন্ত্রাসী হামলা এবং পিটার ব্রু শহরের মসজিদে সন্ত্রাসী হামলার জন্য চলতি বছরে উক্ত উৎসব অনুষ্ঠানের বিশেষ গুরুত্ব রয়েছে।
ইহুদী, খ্রিস্টান এবং ইসলাম ধর্মের পূর্বপুরুষ হযরত ইব্রাহীম (আ.)এর সম্মাননা প্রদর্শনের উদ্দেশ্যে ১৩তম উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়াও সংলাপ জোরদার, ঐক্য বিস্তার এবং সমাজে বন্ধুত্বের বিস্তারের উদ্দেশ্যে উক্ত উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। ১৩তম উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত (পবিত্র কুরআনের দৃষ্টিতে) আহলে কিতাবের অনুসারীগণ একত্রিত হয়ে উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত করবে।
উক্ত উৎসব অনুষ্ঠানে পবিত্র কুরআন আয়াত তিলাওয়াত করা হবে হবে আয়াত সম্পর্কে বিবরণ দেওয়া হবে। এছাড়াও কোন ধর্ম সম্পর্কে যদি কারও প্রশ্ন থাকে তাহলে সেগুলোর উত্তর প্রদান করা হবে।
তিনি দিব ব্যাপী উক্ত উৎসব অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের ধর্মীয় অনুষ্ঠান, প্রশিক্ষণ কোর্স, সেমিনার, আলোচনা সভা ও আপ্যায়ন সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
iqna


captcha