IQNA

মসুলে ১২টি গৃহে আগুন লাগিয়েছে দায়েশ

22:13 - May 18, 2019
সংবাদ: 2608573
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের নিরাপত্তা সংস্থা আজ ঘোষণা করেছে: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সদস্যরা সেদেশের মসুল শহরের অদূরে একটি গ্রামের বেশ কয়েকটি গৃহে আগুন লাগিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সদস্যরা মসুলের পশ্চিমাঞ্চলীয় টেল রুমান গ্রামের ১২টি গৃহে আগুন লাগিয়ে পালিয়ে গিয়েছে।

নিরাপত্তা বাহিনী এই এলাকা ঘিরে রেখেছে এবং জরুরি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। গত সপ্তাহে দায়েশের সন্ত্রাসীরা এই গ্রামের একই পরিবারের ৬ জন সদস্যকে হত্যা করেছে।

ইরাকের সামরিক বাহিনী ২০১৭ সালে আল-আনবার প্রদেশের রাওয়াহ শহরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর সর্বশেষ ঘাটি দখল করেছে। এরপর দায়েশের স্ব-ঘোষিত খিলাফতের পতনের ঘোষণা দেয়া হয়। তবে এখনও এই সন্ত্রাসী গোষ্ঠী কিছু সদস্য ইরাকের বিভিন্ন এলাকায় পালিয়ে রয়েছে এবং মাঝেমধ্যে এধরণের  সন্ত্রাসীমূলক কাজ করছে। iqna

 

 

captcha