IQNA

মিশরে জাতীয় কুরআন প্রতিযোগিতা শুরু

18:00 - May 17, 2019
সংবাদ: 2608563
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের মাতরুহ প্রদেশে ১২তম জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: মাতরুহ প্রদেশের “মুসলিম যুবক” আঞ্জুমানের পক্ষ থেকে ১২তম জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ই মে) রাত থেকে শুরু হয়েছে।

প্রতিযোগিতায় ৫০০ জন ছেলে ও মেয়ে প্রতিযোগী অংশগ্রহণ করবে। ১২তম জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান টান ১৯ই মে পর্যন্ত অব্যাহত থাকবে।

উক্ত কুরআন প্রতিযোগিতা মোট ৪টি বিভাগে অনুষ্ঠিত হবে। বিভাগগুলো হচ্ছে, সাড়ে ৭ পারা কুরআন হেফজ, ১৫ পারা কুরআন হেফজ এবং সাড়ে ২২ পারা কুরআন হেফজ।

মিশরের মাতরুহ প্রদেশের এন্ডউমেন্ট এবং প্রাদেশিক গভর্নরের সহযোগিতায় “মুসলিম যুবক” আঞ্জুমানের পক্ষ থেকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

এই প্রতিযোগিতার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহর কিতাবের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করানো এবং  কুরআন হেফজ ও তিলাওয়াতের ক্ষেত্রে মুসলমানদের উৎসাহিত করা। iqna

 

 

captcha