IQNA

পাকিস্তান থেকে মুক্তি পেল ইরানের ৪ সীমান্তরক্ষী

20:47 - March 21, 2019
সংবাদ: 2608175
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান সীমান্ত থেকে সন্ত্রাসীদের হাতে অপহৃত ইরানের ১২ সীমান্তরক্ষীর মধ্যে চারজন মুক্তি পেয়েছেন। গতকাল (বুধবার) এসব সীমান্তরক্ষী মুক্তি পান বলে জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।

বার্তা সংস্থা ইকনা: ইরানি সীমান্তরক্ষীদের মুক্তির জন্য প্রচেষ্টা চালানোয় তিনি পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান এবং বাকি অপহৃত সীমান্তরক্ষীরা শিগগিরি মুক্তি পাবেন বলে তিনি আশা করেন।

গত ১৬ অক্টোবর কথিত জয়শুল আদল নামে একটি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী পাকিস্তান সীমান্ত থেকে ইরানি রক্ষীদের অপহরণ করে পাকিস্তানের ভেতরে নিয়ে যায়। এর আগেও সন্ত্রাসীরা সিস্তান-বালুচিস্তান সীমান্ত থেকে ইরানি সীমান্তরক্ষীদের অপহরণ করেছে।

এছাড়া, মাঝেমধ্যেই উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো ইরানি সীমান্তরক্ষীদের ওপর হামলা চালায়। এসব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে গত কয়েক বছরে বহুবার ইরানি নিরাপত্তা বাহিনী ও সীমান্তরক্ষীরা সংঘর্ষে লিপ্ত হয়েছেন। গত ১৪ ফেব্রুয়ারি সিস্তান-বালুচিস্তান প্রদেশে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদের বহনকারী একটি বাসে সন্ত্রাসীরা বোমা হামলা চালালে অন্তত ২৭ জন শহীদ ও ১৩ জন আহত হন। iqna

 

captcha