IQNA

আফগানিস্তানের বাঘলানে সন্ত্রাসী হামলা

20:31 - March 20, 2019
সংবাদ: 2608167
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের বাঘলান প্রদেশের পুল-ই-খুমেরিত এলাকায় মাইন বিস্ফোরণের ফলে দুই জন পুলিশ নিহত এবং অপর দুই জন আহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: বাঘলান প্রদেশের পুলিশ মুখপাত্র বলেন: পল-ই-খুমেরি এলাকার উমর ফারুক উচ্চ বিদ্যালয়ের পাশের রাস্তায় মাইন বিস্ফোরণের ফলে দুই জন পুলিশ নিহত হয়েছেন। এছাড়াও অপর দুই জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন পুলিশ বাহিনী সদস্য এবং অপরজন বেসামরিক ব্যক্তি।

এই বিস্ফোরণ ১৮ই মার্চ ১৯টায় সংগঠিত হয়েছে। মাইন বিস্ফোরণের ফলে বাঘলানের পুলিশ কমান্ড ফৌজদারি পুলিশ বিভাগ সদস্যরা নিহত হয়েছেন।

উল্লেখ্য, এই  ঘটনার দুই দিন পূর্বে উক্ত প্রদেশে অপর এই মাইন বিস্ফোরণের ফলে  ৪ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন শিশু রয়েছে।

আফগানিস্তানে উত্তর-পূর্বে অবস্থিত বাঘলান প্রদেশ। এই প্রদেশের তালেবানের সদস্যরা বেশ সক্রিয় রয়েছে। এরফলে আফগানিস্তানের উত্তরে কাবুল রুট মারাত্মকভাবে হুমকির মুখে রয়েছে। iqna

 

 

 

captcha