IQNA

উজবেকিস্তানে পবিত্র কুরআন বিতরণের মাধ্যমে "মানবতা দিবস" উদযাপন

22:44 - November 12, 2018
সংবাদ: 2607207
আন্তর্জাতিক ডেস্ক: উজবেকিস্তানের ধর্ম বিষয়ক কমিটি প্রতি মাসের প্রথম রবিবারকে "মানবতা দিবস" নামকরণ করেছে। এই উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ব্রেইল বর্ণমালার কুরআন শরিফ বিতরণ করা হবে।

বার্তা সংস্থা ইকনা: উজবেকিস্তানের ধর্ম বিষয়ক কমিটি এক বিবৃতিতে ঘোষণা করেছে, এই কমিটি প্রতি মাসের প্রথম রবিবারকে "মানবতা দিবস" নামকরণ করেছে। এই উপলক্ষে প্রতিমাসে ব্রেইল বর্ণমালার কুরআন শরিফ দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হবে।
এই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, নভেম্বর মাসের প্রথম রবিবার ২৫০ জন দৃষ্টি প্রতিবন্ধী এবং যারা দৃষ্টি সমস্যায় ভুগছে তাদের মাঝে ব্রেইল বর্ণমালার কুরআন শরিফ বিতরণ করা হয়েছে।
উজবেকিস্তানের ধর্ম বিষয়ক কমিটির বিবৃতিতে গুরুত্ব সহকার উল্লেখ করা হয়েছে, ব্রেইল বর্ণমালার কুরআন শরিফ বিতরণ ছারাও এই কমিটি ব্রেইল বর্ণমালায় ধর্মীয় গ্রন্থ প্রিন্ট ও প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া অতি শীঘ্রই এই কমিটি অডিও বই প্রকাশ করবে।
উজবেকিস্তানের ধর্ম বিষয়ক কমিটির ঘোষণা অনুযায়ী, বর্তমানে দেশের ২৩ হাজার শ্রবণ প্রতিবন্ধী রয়েছে এবং এসকল শ্রবণ প্রতিবন্ধীদের জন্য মাত্র ৫০ জন সাইন বা সাংকেতিক ভাষার অনুবাদক রয়েছে। এই সমস্যার কথা চিন্তা করে এই কমিটি সাইন বা সাংকেতিক ভাষার অনুবাদক হিসেবে ৩০০ জনকে প্রশিক্ষণ দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রশিক্ষণ শেষে এসকল অনুবাদকদের বিভিন্ন মসজিদের নিয়োগ দেয়া হবে।
iqna

captcha