IQNA

কাবুলে বিক্ষোভ চলাকালীন সময়ে বোম বিস্ফোরণে নিহত ১২ ও আহত ১৫

21:41 - November 12, 2018
সংবাদ: 2607205
আন্তর্জাতিক ডেস্ক: আজ দুপুরে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিক্ষোভ চলাকালীন সময়ে এক বোমা বিস্ফোরণের ফলে কমপক্ষে ১২ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: আজ দুপুরে আফগানিস্তানের রাজধানী কাবুলে কেন্দ্রস্থলে নিরাপত্তা সংস্থার সামনে আফগানী নাগরিকগণ বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় এক বোমা বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
১২ নভেম্বর দুপুর ২টায় কাবুলের কেন্দ্রস্থলীয় "মালিক আসগার" চৌরাস্তায় এবং আফগান প্রেসিডেন্ট ভবনের আশেপাশের রাস্তায় বিক্ষোভকারীরা জড়ো হলে সেখানে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। নিরাপত্তা কর্মকর্তাগণ জানিয়েছেন, আত্মঘাতী এই বিস্ফোরণের মূল উদ্দেশ্য ছিল বিক্ষোভকারীরা।
কিছু প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, এই দুর্ঘটনার ফলে বেশ কয়েক জন নিহত ও আহত হয়েছে। হতাহতের সংখ্যা যা ঘোষণা করা হয়েছে, নিঃসন্দেহে তার থেকে অধিক হবে।
উল্লেখ্য, গতকাল (১১ই নভেম্বর) জাঘুরি এবং মালিস্তান অঞ্চলে তালেবানের ব্যাপক হামলার প্রতিবাদ জানিয়ে হাজার হাজার বিক্ষোভকারীরা কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদের সামনে বিক্ষোভ করে। বিক্ষোভ চলাকালীন সময়ে এই আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে।
iqna

 

captcha