IQNA

শারজাহে ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে অমুসলিমগণ "কুরআনের গল্পসমূহ" গ্রন্থকে স্বাগত জানিয়েছে

23:52 - November 11, 2018
সংবাদ: 2607197
আন্তর্জাতিক ডেস্ক: শারজাহে অনুষ্ঠিত ৩৭তম ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে "কাসাস আল কুরআন: দ্য স্টোরিস অফ দ্য কুরআন" গ্রন্থটিকে অমুসলিমরা ব্যাপকভাবে স্বাগত জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: শারজাহের আন্তর্জাতিক বই মেলায় ভারতীয় প্রকাশনা পরিষদে আরবী, ইংরেজি এবং হিন্দি ভাষায় "কুরআনের কাহিনী" এবং "৩৬৫ দিন নবী (সাঃ)র সাথে" শিরোনাম বই প্রকাশ করা হয়েছে।
এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী ভারতীয় এক প্রকাশক বলেছেন: এই গ্রন্থসমূহ  আরবী ছাড়াও হিন্দি এবং ইংরেজি ভাষায়ও প্রিন্ট হয়েছে। এই বাইগুলো মুসলিমরা ছাড়াও অনেক অমুসলিমরাও ক্রয় করছে।
তিনি আরও বলেন: শারজাহে অনুষ্ঠিতব্য বুক ফেয়ার সহকারে ভারত ও আমেরিকায়ও অমুসলিমরা "কুরআনের গল্পসমূহ" গ্রন্থটিকে ব্যাপকভাবে স্বাগত জানিয়েছে।
এই বইটি প্রিন্ট হওয়ার দুই বছরের মধ্যে ২০ লাখ কপি বিক্রয় করা হয়েছে।
তিনি বলেন: "৩৬৫ দিন নবী (সাঃ)র সাথে" বইটিকেও অমুসলিমরা ব্যাপক ভাবে স্বাগত জানিয়েছে। এই বুক ফেয়ারে এই বইটির ২০ হাজার কপি বিক্রয় করা হয়েছে।
শারজাহে অনুষ্ঠিত ৩৭তম ইন্টারন্যাশনাল বুক ফেয়ার "অক্ষরের গল্প" শিরোনামে বিশ্বের ৭৭টি দেশের ১৮৭৪টি প্রকাশকের অংশগ্রহণের মাধ্যমে ৩১শে অক্টোবর শুরু হয়েছে এবং ১০ম নভেম্বর পর্যন্ত অব্যাহত ছিল।
iqna

captcha