IQNA

বাগদাদে দায়েশের প্রবেশের বাধা হয়ে দাড়ায় হাশদ আশ-শাবি

23:47 - November 06, 2018
সংবাদ: 2607140
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের জনপ্রিয় বাহিনী হাশদ আশ-শাবি ঘোষণা করেছে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সেদেশের রাজধানী বাগদাদে প্রবেশ করতে চেয়েছিল। কিন্তু হাশদ আশ-শাবির প্রতিরোধে সন্ত্রাসীদের চেষ্টা ব্যর্থ হয়।

বাগদাদে দায়েশের প্রবেশের বাধা হয়ে দাড়ায় হাশদ আশ-শাবিবার্তা সংস্থা ইকনা: হাশদ আশ-শাবি আজ এক বিবৃতিতে ঘোষণা করেছে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ পুনরায় বাগদাদে প্রবেশ করতে চেয়েছিল। কিন্তু হাশদ আল-শাবির ক্লিয়ারিং অপারেশন এবং প্রতিরেধের ফলে সন্ত্রাসীদের চেষ্টা ব্যর্থ হয়।
এই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, সন্ত্রাসীদের বাগদাদে প্রবেশের ব্যাপারে গোপন তথ্য পেয়ে হাশদ আল-শাবির সেনারা সন্ত্রাসীদের উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের অন্তর্গত বেশ কয়েকটি টানেল এবং তাদেরের গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে এবং বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।
iqna

 

captcha