IQNA

স্টকহোম ইসলামিক কেন্দ্র;

সুইডেনে হযরত মাসুমা (সা. আ.)এর জন্মবার্ষিকী উদযাপন

18:20 - July 15, 2018
সংবাদ: 2606220
আন্তর্জাতিক ডেস্ক: সুইডেনে ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারে নবী বংশের বিদুষী নারী এবং ইমাম রেজা (আ.)এর স্নেহভাজন বোন হযরত মাসুমা (সা. আ.)এর জন্মবার্ষিকী উদযাপিত হবে।


বার্তা সংস্থা ইকনা: হযরত মাসুমা (সা. আ.)এর জন্মবার্ষিকী এবং "কন্যা দিবস" উপলক্ষে সুইডেনের স্টকহোমে ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারের কর্তৃপক্ষ বিশ্বের মুসলমানদের অভিনন্দন জানিয়েছেন।
হযরত মাসুমা (সা. আ.)এর জন্মবার্ষিকী উপলক্ষে স্টকহোমে ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারের বৃহস্পতিবার (১৯শে জুলাই) এক উৎসব মাহফিলের আয়োজন করা হয়েছে।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই উৎসব মাহফিল সূচনা হবে। পরবর্তীতে দোয়া-ই-কুমাইল পাঠ সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আজ ১ম জ্বিলক্বাদ (১৫ই জুলাই) নবী বংশের বিদুষী নারী হযরত মাসুমা (সা. আ.)এর জন্মবার্ষিকী। আহলে বায়েত (আ.)এর ভক্তগণ এই দিনটিকে "কন্যা দিবস" হিসেবে পালন করেন।
হযরত মাসুমা (সা:) ১৭৩ হিজরির পহেলা জ্বিলকদ মদিনায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ইমাম মুসা ইবনে জাফর,যিনি নবী বংশের নবম পুরুষ এবং আহলে বাইতের সপ্তম ইমাম। তাঁর মায়ের নাম নাজমা খাতুন এবং তিনি তার যুগের মহিলাদের মধ্যে সম্মানিত ও পরিশীলিত নারী হিসাবে সুখ্যাতি অর্জন করেছিলেন। ইমাম রেজা (আ.)'র জন্মের পর তার মা নাজমা খাতুনকে তাহেরা উপাধিতে ভূষিত করা হয়। হযরত মাসুমার আসল নাম হচ্ছে ফাতেমা। কিন্তু পরবর্তীতে তার নানা গুন ও বৈশিষ্ট্যের কারণে ইমাম রেজা (আ.) তাকে ‘মাসুমা' নামে অভিহিত করেন এবং এর মাধ্যমে হযরত মাসুমার মর্যাদা সবার কাছে প্রতিভাত হয়ে উঠে। ইমাম রেজা (আ.)'র একটা বাণী থেকে হযরত মাসুমার বিশেষ গুরুত্ব ও মর্যাদা অনেকটাই অনুধাবন করা যায়। তিনি বলেছেন,"যে ব্যক্তি কোমে মাসুমাকে জিয়ারত করবে তার জন্য বেহেশত হবে অবধারিত"।
iqna

 

captcha