IQNA

সিন্ধি ভাষায়;

পাকিস্তানে সহিফায়ে সাজ্জাদিয়া প্রকাশ

23:56 - July 07, 2018
2
সংবাদ: 2606157
আন্তর্জাতিক ডেস্ক: ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে পাকিস্তানের হায়দ্রাবাদে সিন্ধি ভাষায় "সাহিফায়ে সাজ্জাদিয়া" গ্রন্থটি প্রকাশিত হয়েছে।

কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন যুক্তরাষ্ট্রের মোহামেদ

বার্তা সংস্থা ইকনা: মূল্যবান এই গ্রন্থটি পাকিস্তানে অবস্থিত ইরানী কালচারাল সেন্টার ও আসগারিয়া পাবলিকেশন্সের সহযোগিতায় এবং অনুবাদ নিরীক্ষাকরণ কেন্দ্র, ইসলামী শিক্ষা প্রকাশনা এবং মানব বিজ্ঞান ইসলামী সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার সমর্থন অনুবাদ ও প্রকাশ করা হয়েছে।

এই বাইট তৎপর্যপূর্ণ স্ক্রিপ্টে অনুবাদ করেছেন "মোস্তাক মাসরুর বারীচু"। সিন্ধি ভাষায় অনুদিত এই বইটি বর্তমানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আহলে বায়েত (আ.)এর ভক্তগণ পাকিস্তানের হায়দ্রাবাদের যেকোন লাইব্রেরি থেকে সংগ্রহ করেতে পারবেন।

বইটি সিন্ধি ভাষায় প্রথম বারের মতো অনুবাদ ও প্রকাশ হয়েছে। আরবি টেক্সট সাথে অনুদিত সিন্ধি ভাষায় ৪৩৮ পৃষ্ঠা বিশিষ্ট এই বইটির ১০০০ কপি প্রিন্ট ও প্রকাশ করা হয়েছে।

iqna

 

প্রকাশিত: 2
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
আজ্ঞাতনামা
1
0
বাংলা ভাষায় এর কোন অনুবাদ প্রকাশ হয়েছে কি?
অ্যাডমিন জ্বি ভাই প্রকাশ হয়েছে।
nkccuovc
0
0
20
captcha