IQNA

কুয়েতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা

4:59 - April 19, 2018
সংবাদ: 2605554
আন্তর্জাতিক ডেস্ক: কুয়েত অনুষ্ঠিত নবমতম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের নাম বুধবার (১৮ই এপ্রিল) ঘোষণা করা হয়েছে।

 

বার্তা সংস্থা ইকনা: নবমতম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান সেদেশের রাজার উপস্থিতিতে "বায়ান" প্রাসাদে অনুষ্ঠিত হয়েছে।

হেফজ, ক্বিরাত এবং তাজভিদ বিভাগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার বিজয়ীদের নাম নিম্নরূপ:

 

দশ ক্বিরায়াতের সাথে কুরআন হেফজ বিভাগ:

প্রথম স্থানের অধিকারী হয়েছেন কুয়েতের প্রতিনিধি বাদর আল আলী

দ্বিতীয় স্থানের অধিকারী হয়েছেন মিশরের প্রতিনিধি ইসমাইল ফুয়াদ যাদু

তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন আমেরিকার প্রতিনিধি আদিন শাহারজাদ রাহমান

চতুর্থ স্থানের অধিকারী হয়েছেন কেনিয়ার প্রতিনিধি উসমান নুর আবি

পঞ্চম স্থানের অধিকারী হয়েছেন তিউনেশিয়ার প্রতিনিধি মুহাম্মাদ আমিন বুআজিজ

 

সম্পূর্ণ কুরআন হেফজ বিভাগ:

প্রথম স্থানের অধিকারী হয়েছেন লিবিয়ার প্রতিনিধি মুহাম্মাদ তাহের ইদ্রিস

দ্বিতীয় স্থানের অধিকারী হয়েছেন সৌদি আরবের প্রতিনিধি হাসাদ সাহিব বিন সালমান হাজীলি

তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন নাইজারের প্রতিনিধি ইদ্রিস উসমান

চতুর্থ স্থানের অধিকারী হয়েছেন ইয়েমেনের প্রতিনিধি আব্দুল হাকিম উসাজী

পঞ্চম স্থানের অধিকারী হয়েছেন তিউনেশিয়ার প্রতিনিধি রাশিদ বিন আব্দুর রহমান আলানী

 

ক্বিরায়াত ও তারতিল বিভাগ:

প্রথম স্থানের অধিকারী হয়েছেন মালয়েশিয়ার প্রতিনিধি ইজরা বিন আব্দুল হক

দ্বিতীয় স্থানের অধিকারী হয়েছেন ইরানের প্রতিনিধি মাহদী গোলাম নিজাদ

তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন মরক্কোর প্রতিনিধি হামজা রাওয়াশ

চতুর্থ স্থানের অধিকারী হয়েছেন তানজানিয়ার প্রতিনিধি আব্দুল্লাহ দাওয়াদ মুহাম্মাদ

পঞ্চম স্থানের অধিকারী হয়েছেন তুরস্কের প্রতিনিধি ফোরকান চিনার

উল্লেখ্য, কুয়েতে নবমতম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ৭৯টি দেশের প্রতিনিধিবর্গের উপস্থিতিতে ১০ম এপ্রিলে শুরু হয়েছে এবং ১৮ই এপ্রিলে শেষ হয়েছে।

iqna

 

 

captcha