IQNA

ফজিলত ও বরকতময় শাবান মাসের শুভাগমন

0:28 - April 19, 2018
সংবাদ: 2605549
পবিত্র রজব মাস শেষ হওয়ার পর আকাশে-বাতাসে বরকতময় শাবান মাসের আগমন বার্তার গুঞ্জন শোনা যাচ্ছে। এখন থেকে ধর্মপ্রাণ ও খোদামুখী বান্দারা পবিত্র রমজান মাসে প্রবেশের প্রস্তুতি নিতে শুরু করেছে।


শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: অপরিসীম রহমত, বরকত ও ফজিলতের ঘেরা শাবান মাস। পবিত্র রমজান মাসে প্রবেশের মাস এটি। এ মাসে রাসূলের (আ.) আহলে বাইতের (আ.) তিন জন মাসুম ইমামের মহিমান্বিত জন্ম দিবস। তারা হলেন যথাক্রমে ৩রা শাবান সাইয়েদুশ শোহাদা ইমাম হুসাইন (আ.), ৫ম শাবান ইমাম জয়নুল আবেদিন (আ.) এবং ১৫ শাবান বর্তমান যুগের ইমাম তথা ইমাম মাহদীর (আ.) জন্ম দিবস। এছাড়া এ মাসেরই ৪ তারিখ কারবালায় ইমাম হুসাইনের (আ.) পতাকাবাহী সেনাপতি হযরত আব্বাস আলামদার (আ.) এবং ৭ই শাবান ইমাম হুসাইনের (আ.) সুযোগ্য পুত্র হযরত আলী আকবারের (আ.) জন্ম দিবস।

শাবান মাস দোয়া ও মুস্তাহাব আমল সম্পাদনের মাস, এ মাসে ইবাদত-বন্দেগীর মাধ্যমে পরিশুদ্ধি অর্জন করে রমজান মাসে প্রবেশের ফজিলত ও সওয়াব অনেক বেশি। এ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুস্তাহাব আমল হচ্ছে ইস্তেগফার তথা আল্লাহর দরবারে অনবরত ক্ষমাপ্রার্থনা করা। সহীহ হাদীস ও রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে, যদি কেউ এ মাসে ৭০ বার আসতাগ ফিরুল্লাহ ওয়া আতুবি ইলাহী আর্থাৎ হে আল্লাহ তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার নিকট তওবা করছি- এ জিকিরটি পাঠ করে, তাহলে অন্যান্য মাসে ৭০ হাজার বার উক্ত জিকির পাঠের সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে।

captcha