IQNA

মুসলমানদের বিরুদ্ধে মিথ্যারোপ করার জন্য ক্ষামা চাইলেন জার্মানের ইসলাম বিদ্বেষী দলের সদস্য

0:13 - April 15, 2018
সংবাদ: 2605521
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানের চরম ডানপন্থী দল "অল্টারনেটিভ ফর জার্মান"-এর এক সদস্য দাবী করেছিলেন সেদেশের মুনস্টার শহরে ভয়ানক হামলার পিছনে মুসলমানদের হাত রয়েছে। পরবর্তীদের তার ভুল বুঝতে পেরে তিনি মুসলমানদের নিকটে ক্ষমা চেয়ে বলেছেন: কোন সিদ্ধান্ত ছাড়াই তাড়াহুড়ো করে আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম।

 
বার্তা সংস্থা ইকনা: বায়িটারিক্স ভন ইস্টুরিক্স তার ফেসবুক পেজে লিখেছেন: আমি মুনস্টারের দুর্ঘটনা সম্পর্কে যে টুইট করেছি তা ভুল ছিল। আর এ জন্য আমি ক্ষমা চাচ্ছি।
লক্ষ লক্ষ জার্মানির মতো তিনি মনে করেছিলে, এই হামলাটি মুসলমানেরা চালিয়েছে। এই হামলার সত্য উদ্ঘাটন না হওয়া পূর্বেই এধরণের মন্তব্য করার জন্য তিনি অনুতপ্ত হয়েছেন।
চরম ডানপন্থী দল "অল্টারনেটিভ ফর জার্মান"-এর এই সদস্য সে দেশের চ্যান্সেলর "এঞ্জেলা মার্কেল"-এর মুসলিম শরণার্থী নীতির সমালোচনা করেছিলেন এবং এই নীতির কারণে গত শনিবার এক উগ্র ব্যক্তি হামলার ফলে দুই ব্যক্তি নিহত এবং বেশ কয়েক জন আহত হয়েছেন বলে দাবী করেছিলেন।
নিরাপত্তা কর্মকর্তারা যখন ড্রাইভারকে সনাক্ত করে এই হামলার ব্যাপারে ঘোষণা করল, হামলাকারী একজন জার্মানি নাগরিক এবং মুসলমানদের সাথে তার কোন যোগাযোগ নেই। ভন ইস্টুরিক্স প্রাথমিকভাবে তার অবস্থানে অটুট থেকে বলেছিল: এই ব্যক্তি ইসলামি "সন্ত্রাসবাদ" অনুকরণ করেছে।
পরবর্তীতে এধরণের মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়। এমনকি তার দলের অনেক সদস্যরাও এই প্রতিক্রিয়া ব্যক্ত করে।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী হর্স্ট জিহাফুর ইসলামের ঘৃণা প্রচারের বিষয়টি অবসান ঘটানোর আহ্বান জানিয়ে বলেছেন: নিজেদেরে কট্টর লক্ষ্য অর্জনেরে জন্য এধরণের ঘটনাকে কেন্দ্র করে কাউকে অপবাদ দেওয়ার বিষয়টি সোসাইটি গ্রহণ করবে না।
ভন ইস্টুরিক্স তার ফেসবুক পেজে লিখেছেন: আমি মোটেও এঞ্জেলা মার্কেলের মতো হতে চাই না। তিনি তার ভুলকে স্বীকার করেন না।
iqna

captcha