IQNA

যে তিনটি কাজ পরিত্যাগ করা যাবে না

1:04 - April 14, 2018
সংবাদ: 2605507
ইমাম বাকির(আ.) বলেছেন, এমন তিনটি কাজ রয়েছে যা পরিত্যাগ করার অধিকার কারও নেই।

 

বার্তা সংস্থা ইকনা: ইসলামী জীবন-যাপন তেমন কঠিন কিছু নয় বরং কুরআন ও হাদিসের উপর সামান্য দৃষ্টিপাত এবং তার উপর আমল করার মাধ্যমে আমরা ভালভাবে ইসলামী জীবন-যাপন করতে পারি।

ইমাম বাকির(আ.) বলেছেন, এমন তিনটি কাজ রয়েছে যা পরিত্যাগ করার অধিকার কারও নেই, যথা: আমানত রক্ষা করা চাই আমানত দাতা ভাল হোক বা খারাপ, প্রতিশ্রুতি রক্ষা করা চাই সেই প্রতিশ্রুতি ভাল মানুষকে দেয়া হোক বা খারাপ মানুষকে। পিতা-মাতার সাথে সদাচার করা চাই সেই পিতামাতা ভাল হোক বা খারাপ।

ثَلاثٌ لَم يَجعَلِ اللّه ُ عز و جل لِأَحَدٍ فيهِنَّ رُخصَةً : أداءُ الأَمانَةِ إلَى البِرِّ وَالفاجِرِ ، وَالوَفاءُ بِالعَهدِ لِلبِرِّ وَالفاجِرِ ، وبِرُّ الوالِدَينِ بِرَّينِ كانا أو فاجِرَينِ .

উসুলে কাফি, ২য় খণ্ড, পৃ: ১৬২, হাদিস-১৫।

captcha