IQNA

তেহরানের জুমার নামাজের খতিব;

দায়েশ নিধনে রাহবার, আয়াতুল্লাহ সিস্তানী, কমান্ডার সুলেইমানি এবং সেচ্ছাসেবী বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন

20:37 - November 24, 2017
সংবাদ: 2604395
বার্তা সংস্থা ইকনা: হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি আজ তেহরানের জুমার নামাজের খুতবায় বলেন: দায়েশ নিধনে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনায়ী, আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হুসাইনী সিস্তানী, কমান্ডার সুলেইমানি এবং ইরান, ইরাক ও সিরিয়ার সেচ্ছাসেবী ও সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
দায়েশ নিধনে রাহবার, আয়াতুল্লাহ সিস্তানী, কমান্ডার সুলেইমানি এবং সেচ্ছাসেবী বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন

বার্তা সংস্থা ইকনা: হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি জুমার নামাজের খুতবার শুরুতে আসন্ন ইমাম হাসান আসকারী (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইমাম মাহদী (আ.)কে সমবেদনা জানিয়েছেন।

১৭ই রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

জুমার নামাজের খুতবায় তিনি বলেন: ইরাক ও সিরিয়া থেকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নির্মূল হওয়াকে সাম্রাজ্যবাদী আমেরিকা, ইসরাইল ও আন্তর্জাতিক ইহুদিবাদী চক্রের লজ্জাজনক পরাজয় হয়েছে

হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি এ সম্পর্কে আরো বলেন, দায়েশ সৃষ্টি করে আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরব মধ্যপ্রাচ্যে গোলযোগ, যুদ্ধ, সংঘাত ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে দিতে চেয়েছিল কিন্তু তাদের সে ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।

তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব বলেন, মানব ইতিহাসের জঘন্য সব অপরাধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল দায়েশ। মসজিদ ধ্বংস করা, নিরপরাধ মানুষ হত্যা, গলা কাটা এবং জীবন্ত পুড়িয়ে মানুষ মারা ছিল এই নোংরা গোষ্ঠীর অপরাধযজ্ঞের ক্ষুদ্র কিছু অংশ।

ইরাক ও সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ সম্প্রতি চূড়ান্তভাবে পরাজিত হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানি গত ২১ নভেম্বর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীকে লেখা এক চিঠিতে দায়েশের চূড়ান্ত পরাজয়ের খবর দিয়েছেন।

ওই চিঠিতে তিনি বলেছেন, সিরিয়ার আল-বুকামাল শহর থেকে আমেরিকা ও ইহুদিবাদীদের সৃষ্ট সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতাকা ভূলুণ্ঠিত করে সিরিয়ার পতাকা উত্তোলন করা হয়েছে। এর মাধ্যমে সিরিয়া থেকে দায়েশ নিশ্চিহ্ন হয়ে গেছে।

iqna


captcha