IQNA

কুরআন প্রতিযোগিতায় প্রধান হলেন দৃষ্টি প্রতিবন্ধী প্রতিনিধি

16:57 - November 23, 2017
সংবাদ: 2604385
আন্তর্জাতিক ডেস্ক: কুরআনের হাফেজ "আব্দুর রহমান মাহদী খলীল" মিশরের "মনোফিয়া" প্রদেশর অধিবাসী। সেদেশের জাতীয় কুরআন প্রতিযোগিতার হেফজ বিভাগে প্রথম স্থানের অধিকারী হয়েছেন এই শিশু হাফেজ।
কুরআন প্রতিযোগিতায় প্রধান হলেন দৃষ্টি প্রতিবন্ধী প্রতিনিধি


বার্তা সংস্থা ইকনা: শিশু হাফেজ "আব্দুর রহমান মাহদী খলীল" ষষ্ঠ শ্রেণীর ছাত্র এবং তিনি নিজ প্রচেষ্টায় সম্পূর্ণ কুরআন হেফজ করেছেন।

তিনি মিশরের প্রসিদ্ধ ক্বারি শেখ মাহমুদ হোসারি'র শৈলীতে কুরআন তিলাওয়াত করতে অভ্যস্ত।

আব্দুর রহমান মাহদী খলীলের সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত শুনতে তার সহপাঠীরাও তাকে অনুরোধ করে। এপর্যন্ত তিনি মিশরের বিভিন্ন অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেছেন।

মিশরে জাতীয় কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ২১শে নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতার সম্পূর্ণ কুরআন হেফজ বিভাগে তিনি প্রথম স্থানের অধিকারী হয়েছেন।

iqna


captcha