IQNA

ডিজিটাল কুরআন প্রকাশ করবে আল-আযহার

3:19 - October 27, 2016
4
সংবাদ: 2601841
কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্ক: আল-আযহারের সাথে সম্পৃক্ত ‘ইসলামি রিসার্চ সোসাইটি’ পবিত্র কুরআনের একটি এ্যাপ প্রকাশ করতে যাচ্ছে। যা আল-আযহার বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে তৈরী হবে।

আল-ইয়াওমুস সাবে ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: আল-আযহারের সাথে সম্পৃক্ত ‘ইসলামি রিসার্চ সোসাইটি’র প্রধান ‘মুহিউদ্দীন আফিফি’ এ সম্পর্কে জানিয়েছেন: এ সোসাইটির বিশেষ একটি টিম কুরআন ভিত্তিক ঐ এ্যাপ তৈরী বিষয়ে প্রয়োজনীয় গবেষণা অব্যাহত রেখেছেন। এ্যাপটি স্বয়ং আল-আযহারের তত্ত্বাবধানে সত্যায়িত হবে। সম্প্রতি প্রকাশিত ত্রুটিযুক্ত ও বিচ্যুতিপূর্ণ কুরআন ভিত্তিক এ্যাপের মোকাবিলায় এ এ্যাপ তৈরী করা হচ্ছে।

তিনি বলেন: ইসলামি রিসার্চ সোসাইটি’র পরবর্তী সভায় এর টেকনিক্যাল এবং শরয়ী বিষয়ে আলোচনা ও পর্যালোচনা হবে।

প্রসঙ্গত, সম্প্রতি নির্মিত কিছু কিছু এ্যাপে পবিত্র কুরআনকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। আর কারা কুরআন ভিত্তিক এ সকল সফ্টওয়্যার নির্মাণ করেছেন সেটাও অজ্ঞাত। এগুলো কোন ধর্মীয় প্রতিষ্ঠানের তত্ত্বাবধান ছাড়াই তৈরী করা হয়েছে।#3540863


প্রকাশিত: 4
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
nfpsqyok
0
0
20
pnpwavna
0
0
20
fnchtvte
0
0
20
libpllgx
0
0
20
captcha